Anandanagar Malina Nama
দেবরের অত্যাচারে অগ্নিদগ্ধ হয়ে আত্মঘাতী বৌদি, নিরব স্বামী ও পরিবারের বিরুদ্ধে মামলা থানায়
সভ্য সমাজে আর এক অসভ্যতা ও বর্বরতার নিদর্শন চোখে পড়লো। মাত্রিতুল্য বৌদি কে বেধরক মারধর ও নির্যাতনের অভিযোগ উঠলো দেবরের বিরুদ্ধে। অবশেষে অত্যাচার সহ্য করতে না পেরে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন গ্রিহবধু। উল্লেখ্য, আজ থেকে ১৭ বছর আগে পুরান আনন্দ নগর ৪ নং টিলার বাসিন্দা বলরাম দাস এর সাথে মলিনা নমর সামাজিক রিতি নিতি মেনে বিয়ে হয়। পরিবারে বলরাম দাস এর একটি ছোট ভাই ও রয়েছে যার নাম সজল দাস। অভিযোগ এই দেবর সজল দাস প্রায়শই তার বৌদি মলিনা নম কে মারধর করত এবং অত্যাচার চালাতো। বিয়ের কিছু সময় পর থেকেই নাকি দেবরের হাতে এভাবেই ক্রমাগত নির্যাতনের শিকার হয়ে আসছিল মলিনা। মলিনা বহুবার স্বামী কে ঘটনা জানিয়েছে। সব কিছু জেনেও মলিনার স্বামি বলরাম কোনো প্রতিবাদ করতো না। অবশেষে দেবরের অত্যাচার এবং স্বামীর দুরব্যাবহার সহ্য করতে না পেরে নিজ গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হল গৃহবধূ। জানা যায়, মলিনার দুটি ছেলে রয়েছে। অবশেষে আজ মেয়ের এই পরিনতি দেশে তার দেবর ও পরিবারের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান ম্রিতা মলিনার পরিবার।