খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 9 July 2025 - 03:26 AM
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ০৩:২৬ পূর্বাহ্ণ

New year gift card: নতুন বছরে গিফট কার্ড এর মাধ্যমে শুভেচ্ছা প্রেরণ ক্রমশই বাড়ছে, বাজারে আনা হচ্ছে রঙ বাহারি গিফট কার্ড

New year gift card
1 minute read

New year gift card

নতুন বছরে গিফট কার্ড এর মাধ্যমে শুভেচ্ছা প্রেরণ ক্রমশই বাড়ছে, বাজারে আনা হচ্ছে রঙ বাহারি গিফট কার্ড

একটা সময় ছিলো নতুন বছরে গিফট কার্ড দিয়ে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করার জোর প্রচলন ছিল। কিন্তু, টেকনোলজির এই যুগে অনেকটা হারিয়ে গেছে এই গিফট কার্ড। তবে এবছর দেখা গেলো ভিন্ন রুপ। শহরের এক ব্যবসায়ী জানান বিগত ৭-৮ বছর ধরে গিফট কার্ড প্রায় হারিয়ে গেছে। তবে বিগত কয়েক বছরের তুলনায় এবছর গিফট কার্ডের বেশ ভালো চাহিদা রয়েছে।
আজ থেকে বছর ১০ এক আগেও দেদার বিক্রি হত এই গিফট কার্ড গুলো। ছোট্ট কার্ড ৫ টাকা থেকেও শুরু হত। এছারা বড় বড় বিভিন্ন ডিজাইনের কার্ড ছিল প্রায় ১০০ , ২০০ , ৫০০ টাকা দামের। স্কুল থেকে কলেজ, আত্মীয় কিংবা প্রেমিক যুগল – সকলেই একে অপরকে গিফট হিসেবে তুলে দিতেন এই কার্ড গুলো। সেই প্রচলন আবারো ফিরছে ধীরে ধীরে।
সোশ্যাল নেটওয়ারকিং এর যুগে যদিও একটা হ্যাপি নিউ ইয়ার ম্যাসেজ করেই আজকাল নতুন বছরের শুভেচ্ছা কামনা চুকে যায়। কিন্তু এই কার্ড গুলো দিয়ে যে শুভেচ্ছা ও ভালবাসা বিনিময় হয় তা যেন অনেকটাই ম্লান রয়ে যায়। তাই এবারে আবারো সেই পুরনো গিফট কার্ড এর প্রচলন শুরু হচ্ছে। দোকান গুলোতে আনা হচ্ছে প্রচুর পরিমানে কার্ড। কারন ক্রেতাদের চাহিদা ও রয়েছে এবছর অনেক বেশি।

For All Latest Updates

ভিডিও