Saras Fair 2024 inauguration

হাপানিয়ায় শুরু সরস মেলা, মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ থেকেই মেলার সম্ভার শুরু তে জমজমাট মেলা প্রাঙ্গন

শীত কাল মানেই রাজ্যের আনাচে কানাচে মেলা, হরি নাম কীর্তন সহ আরও বহু উৎসব। আর তারই সূত্রপাত হয়ে গেল আজ হাপানিয়া মেলা প্রাঙ্গনে। মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল সরস মেলার। প্রতিবারেই হাপানিয়া ফেয়ার গ্রাউন্ডে সরস মেলার আয়োজন হয় ডিসেম্বর এর দিকে। এবারেও তাই।
আজ শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সরস মেলা অনুষ্ঠিত হয় আগরতলার হাঁপানিয়া মেলা প্রাঙ্গনে। এবছরের আঞ্চলিক সরস মেলা ১৯ তম আঞ্চলিক মেলা । এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করে উপস্থিত মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা , ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা।
প্রতি বার হাজার হাজার মানুষের সমাগমে ভরে উঠে এই মেলা প্রাঙ্গন। চলে খাওয়া দাওয়া, আনন্দও উৎসব অনুষ্ঠান । সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত হয় মেলা প্রাঙ্গনের মঞ্চ। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর এই গোটা বিষয় টি পরিচালনা করেন। থাকে গান , নৃত্য, কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতার মতো নানা বিষয়। সব মিলিয়ে হই হই করে কেটে যায় কটা দিন। আজ থেকেই তার শুরু হল বলা যায়।

Leave A Reply