CM Manik Saha completes three years as a CM
চোখের পলকে কেটে গেল মানিক সাহা সরকারের তিন বছর, ব্যপক উন্নয়ন হয়েছে এই সময়ে বললেন মুখ্যমন্ত্রী
এই তো সেদিন মাত্র , রাজ্যে মুখ্যমন্ত্রীর কুর্সি তে অধিষ্ঠিত হয়েছিলেন ডঃ মানিক সাহা। পেশাগত ভাবে একজন দন্ত চিকিৎসক , রাজনৈতিক জগতে একে একে ধাপে ধাপে কিভাবে সর্বোচ্চ নাগরিকত্বের অধিকারী হয়ে গেলেন তা যেন তিনি নিজেও বুঝতে পারলেন না। তবে উনাকে পেয়ে রাজ্যের একটা বিশাল অংশের মানুষ ব্যাপক স্বস্তি পেয়েছেন। বিপ্লব জামানায় যা কিছু উন্নয়ন কেবল মাত্র মুখে মুখেই বাস্তবায়িত হয়ে গেছে সেগুলো মানিক আমলে কার্যত বাস্তবে রূপায়িত হবে এই আশা বুকে বেঁধে ছিলেন লক্ষ লক্ষ ত্রিপুরা বাসী । আর সেই আশার মান রেখে সুশাসনের ত্রিপুরা গড়ার লক্ষ্যে ক্রমশই অগ্রসর হতে থাকেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। আর এভাবেই তিন বছর কেটে গেল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে তিন বছর পূর্তি প্রসঙ্গে ডঃ মানিক সাহা বলেন, আমরা নিজেরাই বুঝে উঠতে পারছি না কিভাবে চোখের পলকে এই তিন বছর কেটে গেল। এই নিয়ে আমি আমার অফিসার দের সাথে কথা বলছিলাম। তারাও বলছিলেন , আসলে আমরা সকাল থেকে রাত অব্দি যেভাবে একত্রিত হয়ে কাজ করে গেছি তাতে করে সময়ের খেয়াল আমাদের কারোরই নেই। মানুষের জন্যে আমরা কি কি করেছি সেটা নিয়ে একটা বিগ স্টোরি হতে পারে। তবে এটাও ঠিক যে কাজ শেষ হয়নি। মানুষের মৌলিক অধিকার গুলো তাদের কাছে পৌঁছে দিতে আমরা আরও কাজ করে যাবো। সরকার স্বচ্ছতার সাথে মানুষের জন্যে মানুষের হয়ে কাজ করার সুযোগ আমায় করে দিয়েছেন। ২০২২ সালে আজকের দিনেই আমাকে মুখ্যমন্ত্রীর সায়িত্ব সোপে দেওয়া হয়। সেই মোতাবেক আমার পক্ষে যা কিছু সম্ভব আমি করেছি। আগামী দিনেও আমি এভাবেই কাজ করে যাবো। যা কিছু আমি করেছি , যা কিছু সাফল্য এসেছে তাঁর সমস্ত ক্রেডিট আমি মানুষ জন কে দিতে চাই। মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীর উপর বিশ্বাস রেখেছেন। যার ফলে আমাদের অনুপ্রেরণা বেড়েছে।
তিনি আরও বলেন, উনার হাতে থাকা সব কটি দপ্তর এবং প্রতিটি স্তরেই তিনি সাফল্য দেখতে পেয়েছেন। এডুকেশান , হেলথ সমস্ত ক্ষেত্রেই পূর্বের তুলনায় অনেক বেশি উন্নয়ন হচ্ছে। বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল উল্লেখ করে তিনি বলেন, বিগত বছরের তুলনায় অনেকটাই ভালো ফলাফল করেছে ছাত্রেরা। যা আবারো প্রমাণ করছে যে উন্নয়ন এর গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী।
তাছাড়া , এগ্রিকালচার, বিদ্যুৎ এই স্তর গুলিতেও ব্যাপক উন্নয়ন হয়েছে এবং সরকার আরও কাজ করে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে এখনো কিছু ঘাটতি রয়েছে তা অস্বীকার করা যায়না। তবে সেগুলি কেও আরও দ্রুততার সাথে উন্নত করে তুলতে সচেষ্ট রয়েছে বর্তমান বিজেপি সরকার।