Sunita Williams stucked in space aircraft

ভারতের গর্বের মেয়ে কল্পনা চাওলার কথা কি মনে আছে ? মহাকাশে পাড়ি দিয়ে মহাকাশ যানেই শেষ নিঃশ্বাস ত্যাগ। ফেরা হল না পৃথিবীর বুকে। মহাকাশেই বিলীন হয়ে গিয়েছিলেন তিনি। ভারতের মহীয়সী নারীদের তালিকায় নথিভুক্ত হয়ে গেছিলো কল্পনা চাওলার নাম। এবার কি এই তালিকায় যুক্ত হতে চলেছে আরও এক নাম ?
এধরনের প্রত্যাশা কেউই রাখেন না। কিন্তু বাস্তব কে উপেক্ষা করে শুধুমাত্র ভাবাবেগ দিয়ে ভাবলে হয়না। কারণ বাস্তব অন্য কিছুই ইঙ্গিত করছে।
২০০৩ সালের ১৬ই জানুয়ারি ৭ জন মহাকাশ চারী কে নিয়ে পাড়ি দিয়েছিল আমেরিকান মহাকাশ যান ‘কলোম্বিয়া’। তাদের মধ্যে একজন ছিলেন ভারতের কল্পনা চাওলা। ১৫ দিন পর পৃথিবীতে ফেরার পথে মহাকাশ যানটি যান্ত্রিক ত্রুটির কারণে মহাকাশেই জ্বলে ধ্বংস হয়ে যায়। শেষ হয়ে যায় ৭ মহাকাশ চারীর জীবন।
এবার একই ঘটনার পুনরাবৃত্তি হবার আশঙ্কায় গোটা বিশ্ব। এবারো মহাকাশ যানে বিপর্যস্ত অবস্থায় এক মহিলা মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। নাশার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে আটকে পড়েছেন সুনীতা। কবে ফিরবেন, সেই নিয়ে নিশ্চুপ নাশা।
আমেরিকান নভোচারী বুচ উইলমোরের সঙ্গে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে চড়ে মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনীতা। পরপর তিন বার তাঁর ফেরার পরিকল্পনা পিছিয়ে দিয়েছে নাসা। যে বোয়িং এ করে তারা আইএসএস এ গেছেন সেটি শুরুর দিকেই বেশ কয়েকবার সমস্যার সৃষ্টি করেছিল। অতঃপর ৬ই জুন এটি গন্তব্যে পৌছায়। কিন্তু ফেরার পথে এবার আবারো কিছু জটিলতা লক্ষ্য করতে পেরে মহাকাশচারীরা পৃথিবীতে খবর পাঠিয়েছেন তাদের বিলম্ব হবে ফিরতে।
একটি বিবৃতি তে বোয়িং এর দেওয়া তথ্য অনুযায়ী স্পেস ক্যাপসুলটিতে থ্রাস্টার ব্যর্থতা এবং লিক ভালভের সমস্যা দেখা দিচ্ছে এবং এটি ঠিক করতে উইলিয়ামস এবং বুচের প্রত্যাবর্তন স্থগিত করতে হয়েছে এই মুহূর্তে।
ঘটনা চাউর হতেই এবার চারিদিকে আশঙ্কা ঘনীভূত হচ্ছে। ভারতবাসী আবারো মনে করছেন সেই কালো দিনের কথা যেদিন কল্পনা চাওলার মতো একজন মহীয়সী কে হারিয়েছিল এই দেশ। সেই স্মৃতিই কি আবার তাজা হয়ে উঠছে ?
এমনটা যেন না হয় সেটাই অবশ্য সবার কামনা। তাছাড়া সুনীতা একজন দক্ষ মহাকাশ চারী। এই পরিস্থিতি থেকে অবশ্যই বেড়িয়ে পুনরায় পৃথিবীর বুকে ফিরবেন তিনি।

ভ্যাক্সিন এর ক্ষতিকর প্রভাবের পর্দা ফাঁস হতেই কেটে পড়লেন প্রধানমন্ত্রী
Leave A Reply