Rituraj Jha-AAP : ১০ বিধায়ক নিয়ে আসুন, ২৫ কোটি সহ মন্ত্রিত্বের প্রলোভন আপ বিধায়ক কে
দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতারের পর থেকে দেশজুড়ে তীব্র উৎকণ্ঠা। বিশেষ করে দিল্লী তে বিরোধী দলের মুখ্যমন্ত্রীর জেল হবার ঘটনায় কেন্দ্র সরকারের দিল্লী কে নিজের আয়ত্বে নিয়ে আসার তীক্ষ্ণ আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে উঠেছে। তবে কেজরিওয়ালের জনপ্রিয়তা সেক্ষেত্রে বাঁধা হয়ে দাড়াতে পারে এই আশঙ্কা চোখে পরতেই এবার অন্য পথে অগ্রসর বিজেপি।
সোমবার দিল্লী বিধানসভা তে কিছু ঘটনা প্রকাশ পেতেই এমনটা ধারণা করা হচ্ছে শাসক বিজেপির বিরুদ্ধে। দেশজুড়ে টাকা এবং পদ বিলির পরিবর্তে বিরোধী শিবির থেকে বিধায়ক দের ক্রয় করে আনা গেঁড়ুয়া দলের পুরনো পন্থা বলেই মনে করছেন বিরোধীরা। আর সেই পন্থাই এবার কাজে লাগাতে চাইছেন তারা দিল্লীতে।
এদিণ বিধানসভায় দাঁড়িয়ে আপ বিধায়ক ঋতুরাজ ঝা অভিযোগ করেছেন, উনাকে ২৫ কোটি টাকা এবং মন্ত্রিত্ব প্রদানের প্রলোভন দেখিয়ে আপ ছেড়ে বিজেপি তে যুক্ত হবার জন্যে প্রস্তাব দেওয়া হয়েছে। রবিবার রাত সাড়ে ৯ টা নাগাদ একটি বিয়ের অনুষ্ঠানে অংশ গ্রহন করতে গিয়েছিলেন ঋতুরাজ ঝা।
সেখানেই বিজেপি দলীয় বেশ কয়েকজন নেতৃত্ব উনাকে আলাদা করে ডেকে নিয়ে যান। তারা ঋতুরাজ ঝা কে প্রস্তাব দিয়েছেন , কেন্দ্রে বিজেপি সরকার কে পুনঃ প্রতিষ্ঠা করতে ১০ জন বিধায়ক নিয়ে বিজেপি দলে যোগদান করুন। প্রত্যেক কে ২৫ কোটি টাকা করে দেওয়া হবে। সঙ্গে ঋতুরাজ ঝা কে মন্ত্রিত্ব দেবার ও প্রলোভন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তারা এ ও বলেছেন যে দিল্লী তে আপ এর বিধায়ক হয়ে থেকে কোনো লাভ হবে না। দিল্লী তে রাষ্ট্রপতি শাসক কায়েম করে দেওয়া হবে। সমস্ত শোনার পরেও ঋতুরাজ ঝা এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে উনাকে হুমকি ধমকি ও দেওয়া হয়। এমনকি এই সমস্ত আলোচনা জনসমক্ষে প্রকাশ করলে উনার বিপদ হতে পারে বলেও হুমকি দেওয়া হয়েছে।
সোমবার দিল্লী বিধানসভায় দাঁড়িয়ে ঋতুরাজ ঝা দৃঢ় ভাবে বলেন, “আমরা প্রয়োজনে মরে যাবো, তবু অরবিন্দ কেজরিওয়াল জীর মতো একজন সৎ ব্যক্তির সাথে প্রতারণা করবো না।“
এই কথা বলতে গিয়ে রীতিমতো চোখে জল ছিল বিধায়কের।
বিজেপি ২০২৪ এর নির্বাচনে জয় লাভ করে পুনরায় ক্ষমতায় আসার জন্যে সব রকমের প্রচেষ্টা জারি রেখছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের ও দশের মঙ্গল কামনার চাইতে ও বেশি গুরুত্বপূর্ণ ক্ষমতা বজায় রাখা। এটা অবশ্য নতুন কথা নয়। দীর্ঘ ১০ বছরে দেশের পরিস্থিতি এবং সাধারণ মানুষের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে তা একেবারে স্পষ্ট। পুঁজিপতিদের আরও ধনী করতে আর গরীবের হাতে শুধুমাত্র সরকারি সুযোগ সুবিধার নামে ভাতার টাকা আর রেশনে বিনামুল্যে চাল ডাল প্রদানের ছলনায় মানুষ আর ভুলবে না বলেই বিশ্বাস ইন্ডিয়া জোটের। গোটা দেশ ও নতুন প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে জনগণ তাদের রায় দেবেন ভোট বাক্সে।
এদিকে , আপ কে ভেঙ্গে দিল্লী তে মোদী শাসন কায়েম করতে গিয়ে ও যে তীব্র বেগ পেতে হবে বিজেপি কে তা আজ এক প্রকার স্পষ্ট ভাবে বুঝিয়ে দিলেন বিধায়ক ঋতুরাজ ঝা।