Tripura Mahila sangram parishad এর পক্ষ থেকে ৮ দফা দাবীতে DM এর কাছে Deputation
আজ মঙ্গলবার ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ডিএম এর কাছে একটি ডেপোটেশন দেওয়া হয়। রাজ্যে নারী নির্যাতন , নেশার রমরমা বানিজ্য সহ নানা বিধ অপরাধ মূলক কাজ ও তার সাথে জড়িত অপরাধীদের সংখ্যা দিন কে দিন দেদার বেড়েই চলেছে। এই সমস্যা গুলি নিরসন করতে জেলা শাসক এর দৃষ্টি আকর্ষণ করে মোট ৮ দফা দাবী নিয়ে এদিনের এই ডেপুটেশান দেওয়া হয়। উক্ত কর্মসূচী ও দাবী দাওয়া নিয়ে সংগঠনের সম্পাদিকা রিজিয়া খাতুন আরও জানান রাজ্য জুড়ে যে অরাজকতার পরিস্থিতি ও অপরাধের মাত্রা বেড়েছে তা ভয়াবহ। ২০১৮ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও ২০২৩ সালে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা দায়িত্ব ভাঁড় গ্রহনের পরপরই নেশা মুক্ত ত্রিপুরা গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নেশা মুক্ত তো নয়ই বরং নেশার সাগরে ভেসে গেছে ত্রিপুরার যুব সমাজ।
আর নেশার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ধর্ষণ, খুন , চুরি , ডাকাতির মতো অপরাধ। বাড়ছে এইডস রোগীর সংখ্যা। সব মিলিয়ে রাজ্যের যুব সমাজ একেবারে ধ্বংস প্রাপ্ত হয়ে গেছে। তাই সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করে তাদের ৮ দফা দাবী ও তুলে ধরলেন এদিন জেলা শাসকের কাছে।
যার মধ্যে রয়েছে , ড্রাগস মুক্ত ত্রিপুরা গড়তে হবে, প্রতিটি পাড়ায় ড্রাগস এর বানিজ্য রুখতে ভিজিলেন্স কমিটি গঠন, সমস্ত স্তরের শ্রমজীবীদের ঋণ মুকুব, বিভিন্ন কাস্ট ক্যাটাগরি তে নেওয়া ঋণ মুকুব, সবার জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান ইত্যাদি।