খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 2 July 2025 - 10:35 AM
বুধবার, ২ জুলাই ২০২৫ - ১০:৩৫ পূর্বাহ্ণ

Ayesha Khatun Agartala: চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনার গয়না উদ্ধার, পুলিশের প্রতি আস্থা রেখে সুফল পেলেন আয়েশা খাতুন

Ayesha Khatun Agartala
1 minute read

Ayesha Khatun Agartala

চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনার গয়না উদ্ধার, পুলিশের প্রতি আস্থা রেখে সুফল পেলেন আয়েশা খাতুন

আজকাল কার দিনে দাঁড়িয়ে বহু মানুষের কাছে পুলিশ মানে শুধুই খাকী ওরদি। এর বাইরে পুলিশ এর উপর ভরসা আজ অনেকেই করেন না। তার কারণ একাংশ পুলিশ বাবুদের ঘুষ নেওয়ার হিড়িক আর অন্যদিকে দোষী দের পাড় পাইয়ে দেবার তাগিদ। সবাই এমন করেন তেমন টা ও নয়। কিন্তু কালের বিবর্তনের সাথে তাল মিলিয়ে পুলিশ জিনিস টা আজকাল অনেকের কাছেই বিশ্বাসের চাইতে বরং অবিশ্বাসের কেন্দ্র হয়ে উঠেছে।
এমতাবস্থায় পুলিশের প্রতি আস্থা রাখেন আজো বহু মানুষ। আর সেই ভরসার ফল ও পান তারা। এমনই এক ঘটনার সাক্ষী আগরতলার খেজুর বাগানের বাসিন্দা। অবশেষে পুলিশ কে ধন্যবাদ জ্ঞাপন করে রীতিমতো আনন্দে উতফুলিত আয়েশা বিবি।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৫ শে সেপ্টেম্বর খেজুর বাগানের বাসিন্দা আয়েশা খাতুনের ঘর থেকে চোরের দল উনার বেশ কিছু সোনার অলংকার চুরি করে নিয়ে যায়। আয়েশা খাতুন তৎক্ষণাৎ চুরির ঘটনা জানান আগরতলা নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানায় । অতঃপর উনার অভিযোগ এর ভিত্তিতে পুলিশ তদন্ত চালায় এবং চুরি কাণ্ডে জড়িত আসামিকে আটক করে। এমনকি তাদের কাছ থেকে উদ্ধার হয় আয়েশা খাতুনের লক্ষাধিক টাকার সোনার গহনা। যার মধ্যে ছিল একটি সোনার নেকলেস , একটি চেইন ও লকেট এবং একটি আংটি। ওদিকে আটক কৃত আসামিকে জেলে প্রদান করা হয় । আজ সমস্ত স্বর্ণালংকার গুলা এর আসল মালিক আয়েশা খাতুনের হাতে তুলে দিলেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ । চুরি যাওয়া সোনার অলংকার ফিরে পেয়ে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জাহির করলেন আয়েশা খাতুন। বললেন , “আমি পুলিশের উপর বরাবরই দৃঢ় আস্থা রেখেছি, আগামী দিনেও রাখবো”।

For All Latest Updates

ভিডিও