Tripura Dharmanagar News : নৃশংসতার কোন পর্যায়ে পৌঁছে গেছে পাষণ্ড মানুষ , ত্রিপুরার এক ঘটনা তার প্রমাণ দিয়ে গেল আবারো। নিজের লালসা মেটাতে এক মহিলা কে কুপ্রস্তাব দেয় জনৈক নেতা। তার প্রস্তাব না মানায় ঐ মহিলার যৌনাঙ্গে ঝাল নাগা মরিচ লেপে দেয় ঐ পাষণ্ড। এই চরম নেক্কারজনক ঘটনার সাক্ষী থাকলো এবার ধর্মনগর সহ গোটা রাজ্যের মানুষ।
জানা যায়, ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর মহকুমার ধর্মনগর থানাধীন ঢুপিরবন্দ গ্রামপঞ্চায়েত এলাকায় এই ন্যাক্কারজনক ও নারকীয় ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার ঐ মহিলা অভিযোগ করেছেন যে, পঞ্চায়েতের শাসক দলীয় সদস্যার স্বামী আছাড় উদ্দিন তাঁর উপর ভয়াবহ নির্যাতন চালায়। অভিযোগ অনুযায়ী, ঐ এলাকার বিজেপি নেত্রী হাজিরা বেগমের স্বামী আছাড় উদ্দিন কুপ্রস্তাব দেয় ঐ মহিলাকে। তাতে রাজি হয়নি মহিলা। আর তাই তাঁর যৌনাঙ্গে লাগিয়ে দেওয়া হয় ঝাল নাগা মরিচ বাটা!
ঘটনার ভয়াবহতা এখানেই যে শেষ তা কিন্তু নয়। নির্যাতিতা মহিলা জানান, তিনি ২০ দিন আগে ধর্মনগর মহিলা থানায় এই ঘটনার অভিযোগ দাখিল করেন। কিন্তু আজ অবধি কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন। যার ফলে এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং মঙ্গলবার ধর্মনগর মহিলা থানা ঘেরাও করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একজন মহিলার সাথে এধরণের পাশবিক অত্যাচার করার পরেও দোষীরা অধরা কেন ? কেন ধর্মনগর মহিলা থানার পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা নিয়েও তদন্ত করছে না ? তার কারণ কারোরই জানা নেই।
নির্যাতিতার স্বামী কুতুব উদ্দিন পুলিশের এই চুপ থাকার পেছনে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, দোষীরা রাজ্যের শাসক দল বিজেপির সমর্থক তথা নেত্রী ও তাঁর স্বামী হওয়ায় প্রশাসন ইচ্ছাকৃতভাবে অভিযুক্তদের কে পাড় পাইয়ে দিয়েছে।
অতঃপর এই ঘটনায় নির্যাতিতা কে ন্যায় বিচার পাইয়ে না দিলে আগামী দিনে বরসর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।