Khulna Rail station
রেল স্টেশনের বিল বোর্ডে হাসিনার নাম, আতঙ্কে মোঃ ইউনুস এর সরকার
বন্ধু শেখ হাসিনা আবার ফিরবে
হঠাৎ করেই বাংলাদেশের রেল স্টেশনের বিল বোর্ডে ভেসে উঠলো এই লেখা। আর তা দেখেই রীতিমতো দৌড় ঝাঁপ শুরু হয়ে গেল সেখানকার হাসিনা বিরোধী মহলের। এ যেন শুধু লেখা নয়, এক প্রকার আতঙ্ক ।
হাসিনার পুনরাগমন মানেই বাংলাদেশে জামায়াত বিএনপি দের জব্দ করা আর পুনরায় সংখ্যালঘু হিন্দু দের অধিকার পুনঃ স্থাপন। যা কোনোভাবেই মানবে না মোল্লা ইউনুস ও বিরোধী বিএনপি জামাত দল গুলো। তাই রেল স্টেশন চত্বরে এমন বার্তা দেখে তাদের মনে আতঙ্ক তো বারবেই।
ঘটনার বিবরণে জানা যায়, বাংলাদেশের খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিল বোর্ডে হঠাৎ করেই গতকাল সন্ধ্যের দিকে ভেসে উঠে একটি লেখা “ বন্ধু শেখ হাসিনা আবার ফিরবে”। এই লেখা ভেসে উঠা মাত্রই খবর ছড়িয়ে পরে চারিদিকে আর দৌড়ে ছুটে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা থেকে শুরু করে বিএনপি জামাত দলের কর্মীরা। তীব্র উত্তেজনা ছড়িয়ে পরে মুহূর্তের মধ্যেই। যে দেশের মাটি থেকে ইতিহাস থেকে হাসিনা ও বঙ্গ বন্ধু কে মুছে ফেলতে দিন রাত এক করেছে তারা সেই দেশের রেল স্টেশনের ডিজিটাল স্ক্রিনে বড় বড় অক্ষরে হাসিনার নাম ফুটে উঠছে, এই বিষয় তাই যেন একটা বিরাট ভয় তাদের কাছে।
অবশেষে পুলিশ প্রশাসনের প্রয়াসে রাত ১০ টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। অন্যদিকে এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আসলাম হোসেন নামের এক ব্যক্তি কে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, খুলনা রেল স্টেশনের এই ডিজিটাল বিল বোর্ড টি নির্মাণ করার জন্যে দেওয়া হয়েছিল একটি প্রতিষ্ঠানের কাছে। তারা এখনো পর্যন্ত এটি রেল স্টেশন কর্তৃপক্ষ কে হস্তান্তর ও করেননি। সেই প্রতিষ্ঠান এর সাথেই যুক্ত রয়েছে আনসার হোসেন। তাই সন্দেহ মূলক ভাবে তাকেই গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। যদিও আনসার এর বক্তব্য যে বিল বোর্ড টি উয়াই ফাই নেটওয়ার্ক এ চলে এবং এটি সম্ভবত হ্যাক হয়েছে । এঁটে তার কোনো ভূমিকা নেই।
কিন্তু এর পরেও তাঁকে মুক্তি দেওয়া হয়নি।
মানে শুধু মাত্র একটা বিল বোর্ডে হাসিনার নাম ভেসে উঠায় মোল্লা মোঃ ইউনুসের সরকার ও দলদাসে পরিণত পুলিশ সেই কর্মী কে গ্রেফতার করে নিয়ে গেছে। এতটাই আতঙ্কে আছে তারা। শুধুমাত্র হাসিনার নামে যাদের এমন করুন অবস্থা , বাস্তবে যেদিন শেখ হাসিনা বাংলায় ফিরবেন এবং বাংলাদেশের মসনদে বসবেন সেদিন এদের কি অবস্থা হবে , সেটাই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।