Delhi IGI T1 incident shocked everyone

ভারতের অন্যতন মেট্রো পলিটন সিটি তথা রাজধানী দিল্লী র ইন্দিরা গান্ধী ইন্টার ন্যাশানাল বিমান বন্দরটি দেশের অন্যতম ব্যাস্ততম বিমান বন্দরের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে। প্রতিদিন লক্ষ্যাধিক যাত্রীদের নিয়ে কয়েক শতের ও বেশি বিমান পরিষেবা চলে এখান থেকে। তাছাড়া ভারতের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক দেশ গুলির সাথে সরাসরি সংযোগ স্থাপন করে দিল্লির আইজিআই বিমান বন্দর।
এই বিমান বন্দরে মোট তিন টি টার্মিনাল রয়েছে, টি ১, টি ২, টি ৩ টার্মিনাল। তার মধ্যে টি ১ টার্মিনাল টি তে ইন্ডিগো এবং স্পাইসজেট বিমান কোম্পানির ফ্লাইট বেশিরভাগ চলে এবং এই টার্মিনাল থেকে ডোমেস্টিক বিমান পরিষেবা পরিচালিত হয়।
আজ দিন ভর এই টার্মিনাল ওয়ানই রয়েছে খবরের শিরোনামে।
ভোর আনুমানিক ৫.৩০ মিনিট নাগাদ টার্মিনাল ১ এর ছাঁদ ভেঙ্গে পরে মাটিতে। আর তাতেই নিহত হন একজন। তার সাথে আহতের সংখ্যা ২০ র ও বেশি। দীর্ঘসময় যাবত দিল্লীতে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর তাতেই দিল্লির ইন্টার ন্যাশানাল বিমান বন্দরের টার্মিনাল ১ এর ছাঁদ ধ্বসে পড়ার ঘটনা বলে সূত্রের দাবী।
এই টার্মিনাল টি ২০০৯ সালে প্রথম নির্মাণ করা হয়েছিল। এতো বছরে দিল্লীর এই দীর্ঘ পুরনো টার্মিনালে কোনো সমস্যা দেখা দেবার খবর আসেনি। সম্প্রতি এই টার্মিনাল ১ টি কে কিছুটা বর্ধিতকরণ করা হয়। এক্সপান্ডেড ইন্টিগ্রেটেড টার্মিনাল ১ এর কাজ সদ্য শেষ হতেই চলতি বছরের ১০ই মার্চ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ হাতে এটি উদ্বোধন ও করেন। তার ঠিক মাস ৩ এক অতিক্রান্ত হতে না হতেই এবার ভেঙ্গে পড়েছে টার্মিনাল।
আর এই ঘটনা কে কেন্দ্র করে এবার গোটা বিষয়ের জন্যে দায় চাপানো হচ্ছে প্রধানমন্ত্রীর উপরেই। বিরোধী শিবিরের দাবী প্রধানমন্ত্রীর কারণেই এই ঘটনা। তার কারণ স্বরূপ বলা হচ্ছে যে, লোকসভা নির্বাচন কে সামনে রেখে নির্বাচনী প্রচারের উদ্দ্যেশ্যে অযোধ্যার রাম মন্দিরের মতোই এই টার্মিনাল টি কেও কাজে লাগিয়েছেন প্রধানমন্ত্রী। অর্ধ নির্মিত অবস্থাতেই উদ্বোধন করলেন এক্সপান্ডেড টার্মিনাল ১ । আর সেই কারণেই অল্প সময় যেতে না যেতেই ভেঙ্গে পড়েছে টার্মিনালটি। নিহত হয়েছেন টার্মিনাল এর নীচে পারকিং এরিয়া তে অপেক্ষমাণ এক ট্যাক্সি ড্রাইভার। আহতদের চলছে চিকিৎসা।
গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে টার্মিনাল ১ থেকে সমস্ত পরিষেবা। এদিকে বিরোধীদের তোপের মুখে আবারো মোদী ৩.০ সরকার।

Leave A Reply