GB PG trainee protest
আগরতলা সরকারি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের রেডিওলোজি পিজিতে পড়ুয়া ডক্টর মিছিলের ওপর বহিরাগতদের দ্বারা নিগ্রহের ঘটনায় জিবি হাসপাতালে বিক্ষোভ দেখাল ডাক্তারি পড়ুয়া শিক্ষার্থীরা। তাদের দাবি, ওই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে অতিসত্বর গ্রেফতার করা হোক।প্রসঙ্গত, জিবি হাসপাতালের তৃতীয় বর্ষের এক পিজি চিকিৎসক নিজ দায়িত্ব পালন করতে হাসপাতালে এসেছিলেন। তখনই একটি স্কুটিতে করে তিন দুর্বৃত্ত এসে পার্কিং নিয়ে ওই চিকিৎসকের সঙ্গে ঝামেলায় জড়ায়। ওই চিকিৎসককে অসভ্য ভাষায় গালিগালাজ করা শুরু করে তারা। যদিও হাসপাতালের নিরাপত্তা রক্ষী এবং এক পুলিশকর্মী ছুটে এলে স্কুটিতে থাকা তিন যুবক পালিয়ে যায়।
আক্রান্ত চিকিৎসক তখন স্কুটির নাম্বার নোট করার জন্য আরেকটু সামনে গেলে সেখানে স্কুটিতে থাকা ওই তিন যুবক সহ আরো কয়েকজন ডক্টর নিখিলকে ঘিরে ধরে। তাদের মধ্যে একজন হাতের কড়া খুলে ওই চিকিৎসকের মাথায় ভীষণভাবে আঘাত করে। যাতে রক্তাক্ত অবস্থায় সংজ্ঞা হারিয়ে ঘটনাস্থলে পড়ে যান চিকিৎসক। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবকেরা। পরবর্তী সময়ে পুলিশের দারস্থ হয়েছিলেন ওই চিকিৎসক। সোমবার এরই প্রতিবাদে সরব হয় ডাক্তারি পড়ুয়ারা। তাদের দাবি, ওই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে অতিসত্বর গ্রেফতার করা হোক।