খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 2 July 2025 - 07:42 AM
বুধবার, ২ জুলাই ২০২৫ - ০৭:৪২ পূর্বাহ্ণ

Drug paddlers arrested : লক্ষ্মী নারায়ন বাড়ি চত্বরে নেশার রমরমা , পুলিশের থাবায় জব্দ তিন

Drug paddlers arrested
1 minute read

Drug paddlers arrested

লক্ষ্মী নারায়ন বাড়ি চত্বরে নেশার রমরমা ,

পুলিশের থাবায় জব্দ তিন

শহর তলী ছেয়ে গেছে নেশা বানিজ্য ও নেশা সেবক দের দৌলতে। বিগত কয়েক বছরে ড্রাগস , হেরোইন, টেবলেট জাতীয় নেশার রমরমা বহুলাংশে বেড়েছে। শুধু যুবক নয়, বহু যুবতীরাও এধরণের নেশার কবলে আঁশটে পিষ্টে জড়িয়ে সর্বস্ব খোয়াতে বসেছে। এই সমস্ত নেশা বাণিজ্যের পেছনে কারা জড়িয়ে আছে ? সেই প্রশ্ন করলে অনেকেই বলেন যে শাসক দলীয় কিছু চুনোপুঁটি নেতা রা দলের নাম ভিড়িয়ে স্থানীয় এলাকায় ত্রাস ছড়িয়ে দেদার বানিজ্য চালাচ্ছে। কিন্তু তাদের ভয়ে কেউ মুখ খুলতে চাইছে না। কিন্তু পুলিশ বাবুরা তাদের দায়িত্ব কতটা পালন করছেন ?
নিরন্তর নেশা বাণিজ্যের প্রসার দেখে পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠলেও এবার তাতে ফুল স্টপ লাগানোর ব্যবস্থাই হয়তো করছেন প্রশাসন।
বৃহস্পতিবার আগরতলার লক্ষ্মী নারায়ণ বাড়ি রোড সংলগ্ন পার্ক থেকে চারজন নেশা সেবনকারী ও বিক্রেতাকে গ্রেফতার করল পূর্ব থানার পুলিশ। আর এর সাথেই নেশা বিরোধী অভিযানে যে সক্রিয় ভাবে কাজ করছেন থানাবাবুরা তা কিছুটা হলেও বিশ্বাস করতে শুরু করছেন মানুষ। তবে কতদিন পর্যন্ত ? সেটা আরও এক প্রশ্ন।
অভিযোগ উঠে, প্রায়শই নেশা কারবারি ও সেবন কারী দের গ্রেফতার করলেও তাদের ছেড়ে দেওয়া হয় কয়েক ঘণ্টা অতিক্রান্ত হলেই। তবে কি এগুলো পুরোটাই লোক দেখানো গ্রেফতারি ?
এদিন ও যে ৪ জন কে আটক করা হয়েছে তার মধ্যে রয়েছে এক যুবতী। আর বাকি ৪ যুবক। তাদের আটক করে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানান আটক দের নাম, দিপিকা দেবনাথ, জলিল মিয়া, প্রিতম দাস ও আকাশ দেববর্মা। এরা হিরোইন বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা নিয়ে তদন্ত করছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নেশা সামগ্রী। সঙ্গে ৭৫০০ টাকা নগদ ও উদ্ধার হয়েছে। তাদের কে কোর্টে প্রেরন করা হবে বলেও জানিয়েছেন ওসি।

For All Latest Updates

ভিডিও