খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 9 July 2025 - 03:02 AM
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ০৩:০২ পূর্বাহ্ণ

Arjun Kapoor new tattoo : মালাইকার সাথে বিচ্ছেদের পর নতুন ট্যাটু অর্জুনের দেহে, কি লিখলেন ?

Arjun Kapoor new tattoo 
1 minute read

Arjun Kapoor new tattoo

মালাইকার সাথে বিচ্ছেদের পর নতুন ট্যাটু অর্জুনের দেহে, কি লিখলেন ?

বলিউড এর জনপ্রিয় পরিচালক বনি কাপুর ও মোনা সুরি কাপুরের সুপুত্র অর্জুন কাপুর সিনেমার জগতে খুব অল্প সময়ের মধ্যেই বেশ ভালো নাম অর্জন করেছেন। হয়তো অনেকেই উনার অভিনয় নিয়ে ততটা চর্চা করেন না। কিন্তু ব্যক্তিগত জীবনে একের পর এক টুইস্ট উনাকে সব সময় পেপারাজি দের দৃষ্টি আকর্ষণ এর কারণ বানিয়ে তুলে।
আর ব্যক্তিগত জীবনের মধ্যে থেকে নেটিজেনদের একটা প্রিয় আলোচনার অধ্যায় ছিল অভিনেত্রী মালাইকা আরোরার সাথে অর্জুন এর সম্পর্ক।
সালমান খানের ভাই আরবাজ খানের প্রথম স্ত্রী মালাইকা আরোরার সাথে সম্পর্কে ছিলেন অর্জুন কাপুর। বেশ কয়েক বছর এক সাথেই কাটিয়েছেন। কিন্তু সম্প্রতি দুজনের বিচ্ছেদ হয়েছে। আর তাতে কিছুটা মানসিক ভাবে অবসাদ গ্রস্থ ও হয়ে পড়েন অভিনেতা, নিজেই তা জানিয়েছেন । কিন্তু আটকে থাকতে চান না। এগিয়ে যেতে হবে। নতুন করে সাজিয়ে তুলতে হবে জীবন। আর তাতেই প্রথম পদক্ষেপ নিলেন অভিনেতা। আকলেন নতুন একটা ট্যাটু।
নিজের কাধের উপর একটা ট্যাটু করিয়েছেন তিনি। ট্যাটু তে লেখা আছে “রব রাখা “ মানে “ঈশ্বর সহায়”। উনি সম্প্রতি ইনস্টাগ্রামে উনার বেশ কিছু ছবি ঐ ট্যাটু সমেত পোস্ট করে লিখেছেন ,”আমার মা সব সময় বলতেন রব রাখা। আমার মনে হয় উনি এখনো আমার সঙ্গে আছেন। উপর থেকে আমার খেয়াল রাখছেন। “
এই পোস্টে প্রচুর পরিমাণ লাইকের সাথে অনুগামীদের শুভেচ্ছা ও ভালোবাসা ও উপচে পড়তে দেখা গেছে। তিনি জানিয়েছেন যে সিঙ্ঘম রিটার্ন ছবির মুক্তির দিনেই এই ট্যাটু টি করিয়েছেন তিনি। জীবনের নতুন পর্বের শুরু করেছেন বলেও জানিয়েছেন।

A.R. Rahaman gets apart : সংসার ভাঙ্গছে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এ আর রহমানের, বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন খোদ স্ত্রী সায়রা

For All Latest Updates

ভিডিও