BSF jawan Shubhankar Bhowmik
দেশ মাতৃকার সেবায় আত্ম ত্যাগী হলেন ত্রিপুরার সন্তান শুভঙ্কর
“ হাম জিয়েঙ্গে , আউর মরেঙ্গে
এ ওয়াতন তেরে লিয়ে “
গান হয়েই বাস্তব। দেশের লক্ষ লক্ষ মায়ের সন্তান , যারা দেশ মাতৃকার সেবা করতে গিয়ে সীমান্তে ঠায় দাঁড়িয়ে আছেন , যুদ্ধে বন্দুক দেগে লড়াই করে যাচ্ছেন এই গান তাদের উদ্দেশ্য করেই লেখা হয়েছিল। আজ যখনি কোনো সৈনিক সীমান্তে শত্রুদের পরাস্ত করার যুদ্ধে লড়াই করতে করতে দেশের সেবায় শহীদ হয়ে যান তখনই এই গান আবারো সবার হৃদয়ে যেন বেজে উঠে।
আবারো দেশের সেবা করতে করতে শহীদ হয়ে গেলেন ত্রিপুরার এক সন্তান। জম্মু কাশ্মীরের সিয়াচীন সীমান্তে কর্মরত রাজ্যের সন্তান তথা ভারতীয় সেনাবাহীনির আসাম রেজিমেন্টের বীর জওয়ান ছিল শুভঙ্কর ভৌমিক। ত্রিপুরার অমরপুর মহকুমার বীরগঞ্জ এর নিবাসী শুভঙ্কর ভৌমিক। গত ১৯শে নভেম্বর যুদ্ধ ক্ষেত্রে শহীদ হন শুভঙ্কর।
২০শে নভেম্বর বুধবার শুভংকরের মরদেহ আনা হয় রাজ্যে। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। অতঃপর , বৃহস্পতিবার শুভঙ্করের মরদেহ নিয়ে যাওয়া হয় অমরপুর স্থিত তার নিজ বাসভবনে। হাজার হাজার মানুষ বাইক রেলি করে থাকছড়া থেকে বীরগঞ্জ স্থিত তার বাড়ি পর্যন্ত মরদেহ নিয়ে পৌছায়। অবশেষে সেখানে শহীদ শুভঙ্কর কে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী প্রনজিত সিংহ রায়, বিধায়ক রঞ্জিত দাস , গোমতি জেলার এসপি সহ অন্যান্যরা।
ছেলে কে শেষ বারের মতো সামনে দেখে কান্নায় ভেঙ্গে পড়লেন জন্মদাত্রী মা। নাড়ি ছেড়া ধন , আদরের সন্তান কে কফিন বাক্সে বন্দী দেখে সইতে পারলেন না কষ্ট। তার স্ত্রী ও স্বামী হারা হয়ে বুক ফাটা কান্নায় ভেঙ্গে পড়লেন। শুভঙ্কর এর ছোট্ট ছেলে হয়তো বুঝে ও উঠতে পারলো না, অকালে মাথার উপর থেকে সরে গেল বাবার ছায়া।
তবুও , শহীদ শুভঙ্কর কে আমরা কেউই ভুলছি না। আরও একবার শ্রদ্ধা জানাই সকলে আত্মত্যাগী শুভঙ্কর কে।