খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 15 July 2025 - 01:05 AM
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ - ০১:০৫ পূর্বাহ্ণ

Fire connection destroyed shops: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই খাতা কলমের দোকান ও একটি ল্যাব

Fire connection destroyed shops
1 minute read

Fire connection destroyed shops

রাজধানীতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। এবারে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি খাতা-কলমের দোকান ও একটি প্যাথলজিক্যাল ল্যাবরেটরি। এই অগ্নিকাণ্ডের ঘটনা ধলেশ্বর জেল আশ্রম রোডে। শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূচনা প্রাথমিক অনুমান।
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি খাতা কলমের গোডাউন ও প্যাথলজি ল্যাব। সোমবার দুপুর নাগাদ ধলেশ্বর জেল আশ্রম রোড এলাকার বাসিন্দা ঋষিকেশ মোদকের ভাড়া বাড়িতে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। খবর পেয়ে দমকলবাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা দমকলকর্মীদের।
ঘটনার বিবরণে জানা গিয়ে,এদিন দুপুর নাগাদ ধলেশ্বর জেল আশ্রম রোড এলাকার বাসিন্দা ঋষিকেশ মোদকের ভাড়া বাড়ির খাতা কলমের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখতে পান এলাকাবাসী।স্থানীয় মানুষ ঘর থেকে ধোঁয়া বেরুতে দেখে সাথে সাথে দমকলবাহিনীকে ফোন করে বিষয়টি জানায়।কিন্তু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই আগুন তীব্র আকার ধারণ করে গোডাউনে পাশে থাকা প্যাথলজি ল্যাবে ছড়িয়ে পড়ে আগুন বলে জানিয়েছেন তিনি।দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিন তিনি আরও জানিয়েছেন,  প্রাথমিক ধারণা,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

For All Latest Updates

ভিডিও