খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 9 July 2025 - 03:12 AM
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ০৩:১২ পূর্বাহ্ণ

Udaipur CPIM Relly : ৯ জুলাইয়ের দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে উদয়পুরে বামেদের র‍্যালি ও সভা

Udaipur CPIM Relly
1 minute read

Udaipur CPIM Relly : আসন্ন ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার উদয়পুর শহরে বাম দলগুলোর উদ্যোগে একটি মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টা নাগাদ শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় সিপিএম পার্টি অফিসের সামনে, যেখানে একাধিক বাম নেতৃত্ব বক্তব্য রাখেন।

এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে উত্থাপিত ১৭ দফা দাবির প্রতি জনগণের সমর্থন আদায় করা।

দাবিগুলোর মধ্যে রয়েছে শ্রমকোড বাতিল, রেগায় বছরে ২০০ দিনের কাজ ও ৬০০ টাকা দৈনিক মজুরি নির্ধারণ, কাজের অধিকারকে মৌলিক অধিকারে পরিণত করা, বিদ্যুৎ সংশোধনী বিল ২০২২ বাতিল এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন।

সভায় উপস্থিত ছিলেন সিপিএমের মহকুমা সম্পাদক দিলীপ দত্ত, সিপিআই (এম এল) রাজ্য সম্পাদক পার্থ কর্মকার, এবং ত্রিপুরা জেলার বাম নেতা পরিমল দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। পার্থ কর্মকার বলেন, “এই ধর্মঘট শুধুমাত্র শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলন নয়, বরং সরকারের শ্রমিক-বিরোধী নীতির বিরুদ্ধে এক গণজোয়ার।”

তিনি আরও জানান, ২০ মে-তে পূর্বনির্ধারিত ধর্মঘটটি পিছিয়ে ৯ জুলাই করা হয়েছে দেশের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির কারণে। ১৫ মে দিল্লিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শিল্প ক্ষেত্রভিত্তিক ফেডারেশনগুলোর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাম নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় সরকার ২৯টি শ্রম আইন বাতিল করে যেভাবে শ্রমকোড প্রণয়ন করেছে, তা শ্রমজীবী মানুষের অধিকারের পরিপন্থী এবং মালিক শ্রেণির স্বার্থ রক্ষায় করা হয়েছে। এর প্রতিবাদে আগামী ৯ জুলাই দেশের প্রতিটি শিল্পাঞ্চলে, কলকারখানায়, ক্ষেত্রভিত্তিক বিক্ষোভ, ডেপুটেশন ও সভা সংগঠিত হবে।

এই ধর্মঘটে রাজ্যের কৃষক সংগঠন, খেতমজুর সংগঠন এবং মেহনতি মানুষের বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে। সর্বভারতীয় কৃষক সংগঠন ‘সংযুক্ত কিষান মোর্চা’-ও ধর্মঘটের পাশে থাকার ঘোষণা দিয়েছে।

বামদলগুলোর আশা, এই ধর্মঘটের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করে তারা শ্রমিক ও সাধারণ মানুষের দাবি পূরণে বাধ্য করতে পারবে।

For All Latest Updates

ভিডিও