Tripura kailashahar News : মা বাবা ছিলেন না ঘরে। মায়ের উরনা নিয়ে খালি ঘরে খেলা করছিলো ১৪ বছরের নাবালক শিশু টি। আর তখনই ঘটে গেল অঘটন। পা পিছলে গিয়ে সেই উরনাই হয়ে দারালো গলার দড়ি। বাঁচানো গেল না শিশুটিকে।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে কৈলাসহর পুরপরিষদের অধীনে দুর্গাপুর ১৪ নং ওয়ার্ড এলাকায়। ঐ এলাকার বাসিন্দা মনতুষ দাসের ১৪ বছরের নাবালক ছেলে মনময় দাস তার নিজ ঘরে খেলা করছিল । মা বাবা বাড়িতে নেই এই সুযোগে, উরনা নিয়ে সিঁড়ি বেয়ে উঠেছিল সে ঘরের সিলিং এ। আর সেখানে উরনা টি বেঁধে সে তার শিশু সুলভ আচরণে খেলায় মেতে ছিল। হয়তো ঐ উরনা টি তার গলায় পেচিয়ে সে খেলার ছলে সিঁড়িতে দাঁড়িয়ে ছিল। কিন্তু তখনই হঠাৎ তার পা সিঁড়ি থেকে পিছলে যায়। আর সেই অবস্থায় নিজ গলা থেকে ঐ উরনা টি আর খুলতে না পেরে তাতেই জড়িয়ে পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিষ্পাপ মনময়।
পরবর্তী সময়ে তার পরিবারের লোকেরা ঘরে এসে ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। নামিয়ে আনা হয় তার নিথর দেহ। প্রানহীন নিথর দেহ টি দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তার মা বাবা। ছুটে আসেন আশেপাশের লোকজন। কিন্তু ততক্ষণে নিস্তেজ হয়ে মাটিতে পরে থাকে মনময় এর দেহখানা।
স্বাভাবিক নিয়ম মেনে খবর পাঠানো হয় কৈলাশহর থানায়। পুলিশ এসে ঘটনার তদন্ত করেন। যদিও অভিভাবক দের কোনো অভিযোগ ছিল না। কারণ তাদের ও বক্তব্য, ছেলে খেলতে গিয়ে দুর্ঘটনা গ্রস্ত হয়েছে। এতে কারো দোষ নেই। পরে তার দেহ টি পাঠানো হয় আরজিএম হাসপাতালে।
কৈলাসহর থানার SI আশীষ পালের নেতৃত্বে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী ঘটনা স্থলে ছুটে যান বলে খবর । এলাকাবাসী রা জানান , আর্থিক ভাবে ততটা স্বচ্ছল নয় সেই পরিবার। তবে মৃত নাবালক পড়াশুনায় খুব মেধাবী ছিল এবং সে ব্যায়াম করত । তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার বাবা মায়ের। কিন্তু কোনো কিছুই আর পূরণ হল না। না ফেরার দেশে পাড়ি দিল ছোট্ট শিশু টি। এমন অকালে একটি তরতাজা প্রাণ ঝড়ে যাওয়ায় শোক স্তব্ধ গোটা এলাকা।