খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 9 July 2025 - 03:09 AM
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ০৩:০৯ পূর্বাহ্ণ

Tripura Bjp : রবীন্দ্রনাথের পৈতৃক বাড়িতে হামলার ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

Tripura Bjp
1 minute read

Tripura Bjp : বাংলাদেশের সিরাজগঞ্জে অবস্থিত বিশ্বকবির পৈত্রিক ভিটে — রবীন্দ্র কাছারিবাড়ি আজ মৌলবাদী সন্ত্রাসের থাবায় লণ্ডভণ্ড। যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্ব কবিগুরু বলে সম্মান দেয় গোটা দুনিয়া, সেই মানবতাবাদী, ধর্মনিরপেক্ষতার প্রতীক এই মহান ব্যক্তিত্বের স্মৃতিকে দলিত করার অপচেষ্টা চালিয়েছে ইউনুস সরকারের এক মৌলবাদী অংশ।

এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ত্রিপুরা। রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল চলছে। সোমবার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে গোর্খা বস্তি বাংলাদেশ ভিসা অফিসের উদ্দেশ্যে এক প্রতিবাদ মিছিল করে বিজেপির যুব সংগঠন । উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্বরা । তিনি তীব্র ভাষায় এই ঘটনাকে “বিশ্ব সংস্কৃতির উপর হামলা” বলে আখ্যা দেন।

জানা গেছে, ঘটনার সূত্রপাত ৮ জুন, যখন এক দর্শনার্থী তাঁর পরিবারসহ রবীন্দ্র কাছারিবাড়ি দেখতে যান। জানা যায়, পার্কিং ফি নিয়ে প্রবেশপথের এক কর্মচারীর সঙ্গে তার বাদানুবাদ হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে দর্শনার্থীকে অফিস কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় — অভিযোগ এমনই। এরপর উত্তেজনা ছড়ায়, স্থানীয় জনতা মানববন্ধন করে প্রতিবাদ জানায়। তারই রেশ ধরে একদল উন্মত্ত জনতা কাছারিবাড়ির মিলনায়তনে হামলা চালায়, ভাঙচুর করে জাদুঘরের সম্পদ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন , “বাংলাদেশ সরকারের এই নীরবতা একপ্রকার মৌন সমর্থনেরই ইঙ্গিত দেয়। এখনো পর্যন্ত দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হয়নি। শুধু তাই নয়, বাংলাদেশে হিন্দুদের উপর যে ধারাবাহিক আক্রমণ চলছে, সেটাও গভীরভাবে উদ্বেগজনক।

বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকদের একজন, যাঁর কাব্যে-সাহিত্যে সব ধর্ম, জাতি ও সংস্কৃতির জন্য ছিল গভীর শ্রদ্ধা — সেই রবীন্দ্রনাথের স্মৃতি চিহ্নে হামলা মানে শুধু একটি স্থাপনার ক্ষতি নয়, এটি এক গভীর বার্তা। এটি একটি জাতিগত সহিষ্ণুতার অবসান, একটি বৃহৎ অপশক্তির উত্থান, যা গোটা বিশ্বের সম্প্রীতির পরিবেশকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে।

অনেকের মতে, এটি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমাগত নিপীড়নেরই আরেকটি নগ্ন উদাহরণ।

বিশ্ব এখন দেখছে — কোথায় যাচ্ছে সেই দেশের মানবাধিকার।

For All Latest Updates

ভিডিও