Sudip Roy Barman

বন্যার ঢেউয়ে ভেসে গেছে বহু বাড়ি ঘর। হারিয়েছে বহু প্রাণ। এখনো বহু মানুষ শরণার্থী শিবিরে দিন কাটাচ্ছেন। সরকারি সহযোগিতা পৌঁছেছে বহু জায়গাতেই। আবার সাধারণ মানুষ ও একে অপরের পাশে দাঁড়িয়ে মানবিকতার নিদর্শন স্থাপন করেছেন এই ভয়াবহ বন্যার পরিস্থিতিতে।
তার মধ্যেই জননেতা সুদীপ রায় বর্মণ এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন উদয়পুরের বহু বন্যা কবলিত অসহায় মানুষ গুলোর দিকে।
বুধবার উদয়পুর মহকুমায় বন্যা বিপন্ন মানুষের জন্য ত্রান পাঠালেন কংগ্রেস বিধায়ক তথা জননেতা সুদীপ রায় বর্মণ। এদিন ত্রান সামগ্রী হিসেবে বিস্কুট,কেক,রুটি,চিরা,গুর,দুধ,চাল,ডাল,জল ইত্যাদি পাঠালেন তিনি। ছাত্রনেতা আমির হোসেন এবং শ্রমিক নেতা শান্তনু পাল উক্ত ত্রান সামগ্রী নিয়ে পৌঁছান উদয়পুরে। উদয়পুরে জেলা কংগ্রেসের তৎপরতায় উক্ত ত্রান সামগ্রী গুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে আজ গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল আরও বলেন উদয়পুর বিধানসভা কেন্দ্রের বাগমা, মাতারবারি সহ বিভিন্ন এলাকায় এখনো ভয়াবহ পরিস্থিতি বিরাজমান। বহু মানুষ শরণার্থী শিবিরে যেতে বাধ্য হয়েছেন। আবার অনেকেই নিজের বাড়ি ঘর আকরে পরে আছেন।
এই বিপদ্গ্রস্থ মানুষ গুলোর পাশে দাড়াতে বিধায়ক সুদীপ রায় বর্মণ আগরতলা থেকে গাড়ি করে বহু খাদ্য সামগ্রী, জল , পানীয় পাঠিয়েছেন উদয়পুরে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবেই পাশে থাকার ও আশ্বাস দিয়েছেন তারা।

Leave A Reply