Staff deficiency at IGM hospital

আইজিএম হাসপাতালে শিশু চিকিৎসায় গাফিলতির অভিযোগ। এবার অভিযোগ ড্রেসিং রুমের কর্মীদের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতি অভিযোগ তুলেছে শিশুর  পরিবারের সদস্যরা। তাদের দাবি, পরিষেবা নিতে গিয়ে দীর্ঘ ৩০ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কারণ, দীর্ঘ সময় যাবৎ ড্রেসিং রুমে কর্তব্যরত কর্মীদের দেখা মিলেনি। ওই ঘটনায় কিছুক্ষনের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়েছিল।
অসুস্থ শিশুর পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে এক বছর বয়সী শিশুর শরীরে গরম জল পড়ে গিয়েছিল। তাতে তার শরীরের একাংশ ঝলসে যায়। পরিবারের সদস্যরা তাকে সাথে সাথে প্রাথমিক চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা শিশুকে দেখার পর ক্ষতস্থানে ওষুধ লাগাতে ড্রেসিং রুমে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ড্রেসিং রুমে গিয়ে দীর্ঘ ৩০ মিনিট সেখানে দায়িত্বপ্রাপ্ত কোন কর্মীর দেখা মিলেনি বলে শিশুর পরিবারের সদস্যরা অভিযোগ করেন। আধা ঘন্টা যাবৎ বেসরকারি নিরাপত্তা রক্ষীরা এবং পরিবারের সদস্যরা ড্রেসিং রুমের কর্মীদের খোঁজাখুজি করলেও তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। এদিকে, শিশু যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করছিল। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক গিয়ে শিশুকে ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিয়েছেন। ওই ঘটনায় কিছুক্ষনের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়েছিল।এদিকে কর্তব্যরত কর্মী ড্রেসিং রুমে অনুপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করেন।  সরকারের সাথে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন, শিশুটি বর্তমানে সুস্থ আছে। তবে যে কর্মীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে, সে বিষয়টি তিনি হাসপাতাল পরিচালন কর্তৃপক্ষকে জানিয়েছেন। সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।

Leave A Reply