AMC vandalize at Siddhi Asram

রাস্তার দুইপাশে সরকারি জায়গায় অবৈধভাব গড়ে তোলা দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম। শুক্রবার সকালে সকালে সিদ্ধি আশ্রমের প্রধান সড়ক থেকে আগরতলা বাধারঘাট রেলস্টেশন পর্যন্ত জবরদখলে থাকা দোকানগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। কমিশনার শৈলেশ কুমার যাদবের দাবি, কিছু দিন পূর্বে প্রসাশনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল।কিন্তু অনেকেই তাতে কর্ণপাত করেননি।
এদিন শৈলেশ কুমার যাদব আরও জানিয়েছেন, সিদ্ধি আশ্রমের প্রধান সড়ক থেকে  আগরতলা বাধারঘাট রেলস্টেশন পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ করা হবে। কিন্তু রাস্তার দুই পাশে সরকারি জায়গায় বেআইনিভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছিল। বেআইনি দখলদারদের আগেই নির্মাণ ভেঙে ফেলার বা সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার বলা হয়েছিল।  কিন্তু নোটিশের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের তরফ থেকে কোন উদ্যোগ দেখা যায়নি। যার কারণে পুর নিগম শুক্রবারে ওই এলাকায় টাস্ক ফোর্স মোতায়েন করে অবৈধ দোকানপাটগুলো সরিয়ে দিয়েছে।
এদিন তিনি আরও জানিয়েছেন, কিছু দিন পূর্বে প্রসাশনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল। তাছাড়া আগেও মৌখিকভাবে অবৈধ খাস জমি দখলদারদের জাগা খালি করে দেওয়ার জন্য বলা হয়েছিল। জনস্বার্থে রাস্তা প্রশস্ত হবে বলেই তাদের প্রাথমিকভাবে অনুরোধ করা হয়েছিল সেখান থেকে সরে যাবার জন্য। কিন্তু অনেকেই তাতে কর্নপাত করেননি। তাই আগরতলা পুর নিগম  বাধ্য হয়েছে কঠোর পদক্ষেপ নিতে
আর তারই পরিপ্রেক্ষিতে এদিন সকাল থেকে বুলডোজার দিয়ে বেশ কিছু সংখ্যক বেআইনিভাবে দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

Leave A Reply