Pravat Chowdhury News : রাজ্যের রাজনৈতিক ময়দানে ফের একবার জনসমর্থনের নির্ভরযোগ্য প্রমাণ রেখে গেল বাম নেতৃত্বাধীন সংগঠনগুলি। বৃহস্পতিবার কলাছড়া বাজার চত্বরে অনুষ্ঠিত হলো একটি শক্তিশালী মিছিল, যা দেশের কৃষক ও শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৯ জুলাই ডাকা দেশব্যাপী বনধকে সমর্থন জানিয়ে আয়োজন করা হয়। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বামপন্থী নেতা প্রভাৎ চৌধুরী।
মিছিলটি যখন স্থানীয় বাজার এলাকা অতিক্রম করছিল, ঠিক সেই সময়ই বিজেপি সমর্থিত একদল দুর্বৃত্ত মিছিল লক্ষ্য করে উসকানিমূলক আচরণ শুরু করে বলে অভিযোগ উঠেছে। মিছিলে হামলার চেষ্টা এবং উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে উপস্থিত হয়েছিল তারা। তবে, বাম কর্মী-সমর্থকেরা ধৈর্য ও রাজনৈতিক পরিপক্বতা বজায় রেখে সেই চক্রান্তের ফাঁদে পা দেননি। উল্টে এই ঘটনার পর আরও সংগঠিতভাবে মিছিল এগিয়ে চলে এবং এক দৃঢ় বার্তা দেয় যে, গণআন্দোলনকে ভয় দেখিয়ে থামানো যাবে না।
বাম নেতৃত্বের অভিযোগ, বিজেপি বারবার গণতান্ত্রিক আন্দোলন ও প্রতিবাদকে দমন করতে চায়। তারা রাজনৈতিক ভিন্নমতকে সহ্য করতে পারে না বলেই হামলা, হুমকি, ভয়ভীতি ও সন্ত্রাসকে হাতিয়ার করে মানুষের কণ্ঠরোধ করতে চায়। কিন্তু বাংলার মাটিতে এখনও যে প্রতিরোধের ঐতিহ্য রয়েছে, তা বৃহস্পতিবারের কর্মসূচিতে আরও একবার স্পষ্ট হয়ে উঠল।
পথসভায় প্রভাৎ চৌধুরী বলেন, “জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে ভয় দেখিয়ে রোখা যাবে না। বিজেপি আজ দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করার পথে হাঁটছে। কৃষক, শ্রমিক, ছাত্র, যুব—সব শ্রেণির মানুষের স্বার্থে আমাদের লড়াই জারি থাকবে। আমরা জানি, এ লড়াই কঠিন, কিন্তু এ লড়াই ছাড়া মুক্তির পথ নেই।”
এদিনের মিছিল ও সভায় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। গোটা এলাকায় সাধারণ মানুষও কর্মসূচির প্রতি সমর্থন জানান। কলাছড়া এলাকায় এভাবে রাজনৈতিক প্রতিবাদের সংস্কৃতিকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা বামেদের পক্ষ থেকে প্রশংসনীয় বলেই মনে করছেন স্থানীয়রা।
এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হলো, নানা চক্রান্ত ও বাধা সত্ত্বেও রাজ্যের রাজনীতিতে বাম শক্তি আবারও জমি ফিরে পেতে শুরু করেছে।