Kishore Barman Appointed As Minister : ত্রিপুরার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা। বিজেপির দ্বিতীয় দফার সরকার গঠনের পর ফের মন্ত্রীসভায় রদবদল। নলছর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক এবং দীর্ঘদিনের দলের পরীক্ষিত সৈনিক কিশোর বর্মণ এবার নতুন করে জায়গা করে নিলেন রাজ্যের মন্ত্রীসভায়।
বৃহস্পতিবার রাজভবনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর উপস্থিতিতে কিশোর বর্মণ মন্ত্রিত্বের শপথ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, অন্যান্য মন্ত্রীরা এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এই রদবদলকে ঘিরে গত কয়েক মাস ধরে জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি দলের অন্যতম পুরোনো ও নিষ্ঠাবান কার্যকর্তাকে মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হলো।
যদিও এখনো দপ্তর বণ্টনের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কিশোর বর্মণের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা ভবিষ্যতে সরকারের কাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
ত্রিপুরায় বিজেপির প্রথমবারের শাসনকালেও এমন মন্ত্রীসভা পুনর্গঠন দেখা গিয়েছিল। দলীয় ভারসাম্য রক্ষা ও জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই এমন রদবদল প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রাজনৈতিকভাবে এই অন্তর্ভুক্তিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষত, দলের অভ্যন্তরে তৃণমূল স্তরের কর্মীদের উৎসাহ বাড়াতে এবং সংগঠনকে আরও মজবুত করতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজেপির নেতারা।