খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 9 July 2025 - 02:12 AM
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ০২:১২ পূর্বাহ্ণ

Dhanpur Cpim News : বিজেপির ষড়যন্ত্রে জল ঢেলে দিল আদালত, এক যোগে বেকসুর খালাস ৪০ বাম নেতা

Dhanpur Cpim News
1 minute read

Dhanpur Cpim News : আইনের ঘরে আঁখেরে ন্যায় বিচার পেল বামেরা। বিজেপির ষড়যন্ত্র সফল হল না। বেকসুর খালাস হল ৪০ বাম নেতৃত্ব। নিঃশর্তে মুক্তি পেলেন বামেরা। ২০২১ সালের ৬ই সেপ্টেম্বর এর এক ঘটনা কে কেন্দ্র করে ধনপুরের বাম নেতৃত্বদের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। সেই মামলা গুলোর মধ্যে থেকেই ২টি মামলায় নির্দোষ প্রমানিত হয়ে মুক্তি পেলেন বামপন্থী ৪০ নেতৃত্ব।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ই সেপ্টেম্বর ধনপুরের কাঠালিয়া ব্লকে অনুষ্ঠিত একটি ব্লক ভিত্তিক গণ ডেপুতেশান কে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। যেখানে ধনপুর কেন্দ্রের তৎকালীন বিধায়ক ও বিরোধী নেতা মানিক সরকার উপস্থিত ছিলেন। এই গণ ডিপুটেশনকে ঘিরে ধনপুর বাজার সংলগ্ন এলাকায় বিজেপি দলীয় কিছু কর্মী বামপন্থী কর্মীদের নিশানা করে হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রনের বাইরে চলে যায় যে ধনপুর এলাকা মুহূর্তের মধ্যেই পরিণত হয় রণক্ষেত্রে।

পুলিশ এর উপস্থিতিতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। দুই পক্ষের হামলার জেরে উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হন। আবার সেদিন রাতেই গোটা ব্লক এলাকায় বিজেপি দলীয় কতিপয় দুষ্কৃতি দের দ্বারা বাড়ি ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এর মতো অনভিপ্রেত ঘটনা ঘটে । আক্রান্ত হয় মোট ৩১টি বাড়ি। এর ফলে এলাকায় সৃষ্ট হয় আতঙ্কের পরিবেশ।

কিন্তু নিজেদের কে আড়ালে রেখে উল্টে এই ঘটনার জেরে মোট ৭টি মামলায় প্রায় ১০০ জন বামপন্থী নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বসে বিজেপি দলীয়রাই । কয়েকটি মামলা দীর্ঘদিন আদালতে সুনানির পর পূর্বে কিছু কর্মী নিঃশর্ত মুক্তি পেয়েছেন। তবে ১৮ই জুন দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এই ১৮ই জুন বুধবার মহামান্য আদালতের রায়ে একসাথে ৪০ জন সিপি আইএম নেতা-কর্মী আরও দুটি মামলায় নিঃশর্ত মুক্তি পান। তাঁদের পক্ষে মামলা পরিচালনা করেছেন অ্যাডভোকেট পলাশ বর্মন, চয়ন জিৎ লস্কর এবং সঞ্জীত চক্রবর্তী।

মুক্তি প্রাপ্তদের মধ্যে রয়েছেন সিপাহীজলা জেলার সম্পাদক মন্ডলীর সদস্য অহিদুর রহমান, দীনেশ দাস,অধীর ভৌমিক, রামকৃষ্ণ ত্রিপুরা,মিজান মিয়া, কাউসার আহমেদ। রয়েছে যুবনেতা মোঃ সেলিম, শ্যামল মজুমদার, ছাএ নেতা আনিসুর রহমান সহ মোট ৪০ জন কর্মী।

সমস্ত অভিযোগ থেকে মুক্তির পর শহরে বামপন্থী কর্মীরা বিজয় মিছিল বের করেন এদিন। তাঁদের বক্তব্য এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছিল। আদালতের রায় প্রমাণ করল এই অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা। আগামী দিনেও এভাবেই বিজেপির মিথ্যে সবার কাছে প্রকাশিত হবে এবং আবারো সময় পালটাবে বলেও এদিন জোর গলায় দাবী করেন বামেরা।

For All Latest Updates

ভিডিও