Congress press meet
২০২৪ এর লোকসভা নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এনডিএ এবং ইন্ডিয়া ব্লক উভয়েই নিজেদের সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন জয় নিশ্চিত করার জন্যে। সেক্ষেত্রে একদিকে ২০২৪ এর নির্বাচন কে কেন্দ্র করে “মোদী গ্যারান্টি” অপরদিকে ইন্ডিয়া ব্লক এর “ন্যায় পত্র” দুটোই প্রকাশ্যে।
জনগণ কোন দিকে মোট দেবেন সেটা এবার সময়ের অপেক্ষা। তবে ভোটারদের মাঝে কংগ্রেস তথা ইন্ডিয়া ব্লক প্রকাশিত “ন্যায় পত্রে” উল্লিখিত গ্যারান্টি গুলো সহজ ভাবে বোধগম্য করার ক্ষেত্রে প্রচেষ্টা চালাচ্ছে কংগ্রেস। এই ন্যায় পত্রের ৫ টি বিশেষ গ্যারান্টি তথা সুযোগ এর উল্লেখ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে নারী ন্যায়। আর এই নারী ন্যায় এর অন্তর্ভুক্ত সুবিধা গুলি কে স্পষ্ট ভাবে ব্যাখ্যা করতে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সন্মেলনে কংগ্রেসের প্রাক্তন অধ্যক্ষ তথা কংগ্রেসের বরিষ্ঠ নেতা এবং বর্তমান বিধায়ক গোপাল রায় এবং কংগ্রেস মুখপাত্র জারিতা লাইটফ্লাং আলোচনা প্রসঙ্গে বিজেপি তথা মোদী সরকার এর গ্যারান্টি কে (-) মাইনাস শতাংশের আখ্যা দিলেন।
নারী রা এই বর্তমান মোদী সরকারের আমলে লাঞ্ছিত, বঞ্চিত এবং অসন্মানিত হচ্ছেন। তাদের প্রাপ্য অধিকার টুকু পাচ্ছেন না। মোদী সরকার নারীদের জন্যে যে সমস্ত প্রকল্প কিংবা সুবিধার গ্যারান্টি দিচ্ছেন সেই সমস্তই সীমিত সময়ের প্রতিশ্রুতি। কিন্তু কংগ্রেস এর গ্যারান্টি পার্মানেন্ট।
এদিন “নারী ন্যায় “ এর বিস্তারিত বলতে গিয়ে গোপাল রায় আরও বলেন, “ এআইসিসি নারীদের আপগ্রেড করার জন্যে ৫টি বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথমে রয়েছে “মহালক্ষ্মী যোজনা” যাতে প্রত্যেক গরীব পরিবারের একজন মহিলাকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকারী চাকরীর ক্ষেত্রে মহিলাদের জন্যে ৫০ শতাংশ রিজার্ভেশান সুনিশ্চিত করা হবে। তৃতীয়ত, কেন্দ্রীয় সরকারের পক্ষে আশা কর্মী, অঙ্গনওয়ারী কর্মী ও মিড-ডে- মিলের কর্মীদের মাসিক বেতন দ্বিগুণ করা হবে। চতুর্থত, “নারী অধিকার মৈত্রী” প্রকল্পের মধ্যে দিয়ে নারীদের আইন সংক্রান্ত বিষয়ে শলা পরামর্শের জন্যে প্রতিটি গ্রামে অধিকার মৈত্রী কেন্দ্র গড়া হবে। পঞ্চম এবং অবশেষে কর্মরত মহিলাদের জন্যে হোস্টেলের সংখ্যা দ্বিগুণ করা হবে।“
এই ৫ টি বিষয়ে নারীদের কে সুবিধা প্রদান করার পরিকল্পনা রয়েছে এআইটিটির। এছাড়া ও আরও ৪ টি ন্যায় এর উল্লেখ রয়েছে “ন্যায় পত্রে”। যার মধ্যে যুব ন্যায়, কৃষক ন্যায়, শ্রমিক ন্যায় এবং ভাগাভাগি ন্যায়। এছাড়া ও ২৫টি গ্যারান্তির কথা উল্লেখ করা হয়েছে কংগ্রেস মেনিফেস্টো তে।
নারী ন্যায় সংক্রান্ত গ্যারান্টি গুলি ব্যাখ্যা করতে গিয়ে গোপাল রায় এদিন বারবার বলেন, “এই গ্যারান্টি গুলো কংগ্রেসের , মোদী জীর নয়। মোদী জীর গ্যারান্টি গুলো শুন্যের কোঠা তেও পৌছায় নি। কংগ্রেস কে ভোট দিন, ইন্ডিয়া জোট কে ভোট দিন। দেশের ভবিষ্যৎ পরিবর্তনের স্বার্থে এগিয়ে আসুন”।
এদিনের আলোচনা শেষে গোপাল রায় বিজেপি সরকারের বিগত ১০ বছর যাবত প্রতিশ্রুতি ভঙ্গের তীব্র সমালোচনা করেছেন।