খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 10 September 2025 - 11:32 PM
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ - ১১:৩২ অপরাহ্ণ

Khowai BJP News : সৎকার করা যাবে না কেন্সার রোগীর মৃতদেহ , ত্রিপুরার খোয়াই মহকুমায় রাষ্ট্রবাদী দলের উপপ্রধান এর দাদাগিরি

Khowai BJP News
1 minute read

Khowai BJP News : ত্রিপুরা রাজ্যে এখন থেকে কেন্সার রোগে আক্রান্ত হয়ে যদি কেউ মারা জান, তবে তাদের কে শ্মশানে নিয়ে গিয়ে দাহ অব্দি করা যাবে না। কারন সেক্ষেত্রে বাধা হয়ে দারাবে রাজ্যের রাষ্ট্র বাদি দলের কিছু ক্ষমতা ধারি নেতা। এমনি ঘটনার সাক্ষী হয়ে রইলো এবার খোয়াই মহকুমা।

এক মৃতদেহর সৎকার কে কেন্দ্র করে মৃতের পরিবারের সাথে গ্রামবাসীর দক্ষযজ্ঞ। ঘটনার বিবরণে জানা যায় খোয়াই বারোবিল এলাকার বাসিন্দা তপন দেব দীর্ঘ দিন ধরেই কেন্সার রোগে আক্রান্ত ছিলেন। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় মারা যান তিনি। শেষে মঙ্গলবার রাত ১০টা নাগাদ মৃত তপন দেব কে সৎকারের জন্য খোয়াই আমতলী এলাকার একটি শ্মশানঘাটে নিয়ে গেলে ঐ এলাকার জনগণ তপন দেবের মৃত দেহকে সৎকার করতে দেয়নি।

তাদের বক্তব্য একজন কেন্সার রোগির মৃতদেহ নাকি এই শ্মশান ঘাটে দাহ করা যাবে না। সভ্যতার শীর্ষ স্থানে দাঁড়িয়ে আজো এধরণের কথা কেউ বলতে কিংবা ভাবতে পারে কি ? কিন্তু এই ঘটনা বাস্তব। যাই হোক, এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ বাঁধে।

এই ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুততার সাথে ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু পুলিশ পৌঁছালে ঘটে যায় আরেক কাণ্ড। গ্রামবাসী উল্টে এসে পুলিশ এর দিকেই আক্রমণ চালাতে শুরু করে। আর এই সমস্ত কিছুর পেছনে মূল মাথা ছিল বিজেপি দলীয় এক উপ প্রধান।

জানা যায় ঐ এলাকার এক রাষ্ট্রবাদি দলের উপপ্রধান সুদীপ দেববর্মা নাকি পুলিশের সাথে দুর ব্যবহার করে এবং দাহ কাজ বাধা প্রদানের জন্য ঐ এলাকার গ্রাম বাসিদের লেলিয়ে দেয়। এই ঘটনায় একজন পুলিশ অফিসার আহত হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে ঐ উপ প্রধানের নেতৃত্বে গ্রামবাসী ।

ঘটনার জেরে পুলিশ স্বঃপ্রনোদিত ভাবে ৫ জনের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করেছে বলে জানা গেছে । অভিযুক্তরা হল ঐএলাকার উপপ্রধান সুদীপ দেববর্মা, আনন্দ দেবনাথ , সঞ্জিত দেবনাথ, মেম্বার গৌতম তাঁতি,দীপক দেবনাথ।

বলা বাহুল্য, স্বৈরাচারীত্বের চরম সিমায় পৌঁছালে কি পরিনতি হতে পারে তারই প্রত্যক্ষ প্রমান পাওয়া জাচ্ছে এখন ত্রিপুরার আনাচে কানাচে থেকে। শাসক দলের ক্ষমতা দেখিয়ে নানা দিকে চুনোপুঁটি নেতারা ও নিজেদের কে ব্যাঘ্র ভাবতে শুরু করে দিয়েছে। আর সেই ক্ষমতার বশীভূত হয়ে এরা যা নয় তাই করে বেড়াচ্ছে। এধরণের ঘটনার পরে কি ঐ অভিযুক্ত উপ প্রধানের বিরুদ্ধে কোন কঠিন পদক্ষেপ নেবে দল ? সেটাই দেখার বিষয় ।

For All Latest Updates

ভিডিও