BJP new headquarter in Tripura: কোটি টাকার আরও এক বিজেপি ভবন বড়জলায়, অমিত শাহের হাত ধরে শীঘ্রই হবে শিলান্যাস

Khabare Pratibad
2 Min Read

BJP new headquarter in Tripura

কোটি টাকার আরও এক বিজেপি ভবন বড়জলায়, অমিত শাহের হাত ধরে শীঘ্রই হবে শিলান্যাস

গেরুয়া পার্টির দিকে দিকে খানে খানে এক এক মস্ত ইমারত সম পার্টি অফিস বা ভবন বলা যেতে পারে গড়ে উঠেছে। এবার আরও একখানা যুক্ত হচ্ছে। ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভিআইপি রোড লাগোয়া নুতন নগর বাজারের পরেই বিজেপির একটি সুবিশাল পার্টি অফিস নির্মাণের জন্যে জায়গা সুনিশ্চিত হয়েছে। সেই জায়গায়ই গড়ে উঠবে এই বিল্ডিং। তবে এ শুধু পার্টি অফিস না। এটি হতে রাজ্যে রাজ্য বিজেপির সদর কার্যালয় । যা কিনা বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিমি দুরত্বের ব্যাবধানেই নির্মিত হতে যাচ্ছে। দুই কানি জমির উপর চারতলা বিশিষ্ট কার্যালয়ের নির্মাণ হবে। তার আগে ঐ জায়গার ভূমি পূজন করবেন গৃহমন্ত্রী অমিত সাহ।
রাজ্যে এনএসি এর বৈঠক । এর পরেই অমিত শাহের হাত ধরে এই ভূমি পূজন হবে। এই ভবন নির্মাণে আনুমানিক কোটি টাকার ও বেশি খরচ হতে চলেছে। উল্লেখ্য, বর্তমানে কৃষ্ণ নগর স্থিত সদর কার্যালয় থেকেই সমস্ত কার্যপ্রণালী পরিচালিত হচ্ছে। কিন্তু এবার এই নতুন ভবন নির্মাণের ফলে একদিকে যেমন জায়গার পরিধি নিয়ে সমস্যা হবে না তেমনি কেন্দ্র থেকে আগত অতিথিদের জন্যে ও সুবিধে হবে। কেননা বিমান বন্দর থেকে একেবারে হাতের নাগালেই হবে এই কার্যালয়। রাজ্যে ২০৪৭ পর্যন্ত উন্নয়নের রূপরেখা নির্মাণ করতে একটি পরিপাটি স্থান অবশ্যই প্রয়োজন। সেই কারণেই হয়তো এমন একটি উপযুক্ত স্থানে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
এই নিয়ে মন্ত্রী টিংকু রায় এই নিয়ে বলেন , স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ , মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, রাজ্যের মন্ত্রীসভার সদস্য সহ সকল বিশিষ্ট ব্যক্তিরাই উপস্থিত থাকবেন। এই কার্যালয় নির্মাণের ফলে একদিকে যেমন কেন্দ্রীয় নেতৃত্ব দের নিয়ে বৈঠক করতে সুবিধে হবে তেমনি রাজ্যের উত্তর প্রান্ত থেকে আগত দের ক্ষেত্রে ও এটি অনেকটাই সন্নিকটস্থ হবে। ফলে সার্বিক দিক থেকে দলের কাজ করতে অনেকটা সুবিধে হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী টিংকু রায়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *