GB hospital workers protest
জিবি হাসপাতালের সম্মুখে সাফাই কর্মীদের বিক্ষোভ, তিন মাস ধরে নেই বেতন
ত্রিপুরার অন্যতম রেফারেল হাস্পাতাল জিবি পি নিয়ে এমনিতেই অভিযোগের শেষ নেই। এবার এই হাসপাতালেরই সাফাই কর্মীরা বেতন বঞ্চনার অভিজগ এনে হাস্পাতালের সাম্নেই বিক্ষোভ দেখালেন। যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন সেখানে জিবিপির মত হাসপাতালে কর্মরত সাফাই কর্মীদের বেতন বকেয়া, এটা কোনো ভাবেই কি মেনে নেওয়া সম্ভব ? আজ মঙ্গলবার জিবি হাসপাতালের বাইরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ফ্লেক্স হাতে বিক্ষোভ দেখালেন কর্মীরা। তাদের অভিযোগ, বিগত তিন চার মাস ধরে বেতন পাচ্ছে না তারা। তাই আজ সকালে তারা জিপি হাসপাতালের সামনে ধরনা দিয়েছেণ। আউট সোরসিং মারফতে সুলভ সেনিটেশান ফাউন্ডেশান দ্বারা নিয়োজিত হয়েছিলেন এই সাফাই কর্মীরা। প্রায় ৫ শতাধিক সাফাই কর্মী এই হাসপাতালে কাজ করছেন। বিগত দু মাস পেরিয়ে তিন মাস শেষ হতে চললেও কেন তাদের বেতন দেওয়া হল না সেই প্রশ্ন তুলেই আজকের এই বিক্ষোভ।
আউট সোরসিং এর বিরুদ্ধে বারংবার প্রতিরোধ গড়ে তুলতে দেখা গেছে বিরোধী শিবির গুলিকে। আউট সোরসিং এর ফলে একদিকে যেমন টেন্ডার প্রাপ্ত বিদেশী বা বহিরাগত সংস্থা গুলো মুনাফা কামাই করছে তেমনি অন্যদিকে চরম অনিয়মের ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষেরা। যার প্রমান মিলেছে এদিন আবারো। এবার দেখার বিষয় হচ্ছে, খোদ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর দপ্তরে আউট সোরসিং দ্বারা নিযুক্ত সাফাই কর্মীদের এই দুর্ভোগ কাঁটাতে আদৌ কোনো ব্যবস্থা গৃহীত হয় কিনা।