Kokborok roman script
রোমান লিপির দাবীতে আবারো শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ জানালো টিএসএফ
একবার , দুবার নয়। এই নিয়ে বহুবার। এর পরেও টনক নড়ে না রাজ্য সরকারের কিংবা শিক্ষা দপ্তরের। কেন ? সেটাই আজো একটা প্রশ্ন চিহ্ন।
ত্রিপুরায় ককবরক ভাষার রোমান লিপির দাবী বহু পুরনো। বিগত সরকারের আমলে ও বহুবার এই দাবী জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমান সরকারের আমলেও একই দাবী নিয়ে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ ও অভিযান করতে করতে পায়ের চটি খসে যাচ্ছে শিক্ষার্থী দের। কিছুদিন আগেও শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষায় ককবরক ভাষার প্রশ্ন পত্র রোমান লিপি তে ছাপানোর দাবী নিয়ে এনএসইউআই এর পক্ষ থেকেও ডেপুটেশান দেওয়া হয়েছিল। এর আগে বিগত বছর থেকেই একই দাবীতে বারবার সরব হয়েছিল তিপ্রা স্টুডেন্ট ফেডারেশান। কিন্তু তাতেও কর্ণপাত করেনি দপ্তর। কেন্দ্র সরকার কেও এই নিয়ে কোনোরকম চাপ দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে।
আজ আবারো তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন (TSF) এর পক্ষ থেকে শিক্ষা দপ্তরের সামনে রোমান লিপি চালুর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। ককবরক ভাষার জন্য রোমান লিপি চালু করা হলে তা ভাষার সংরক্ষণ এবং সম্প্রসারণে সহায়ক হবে। তাই এই রোমান লিপি চালু করার দাবী বারবার জানিয়ে আসছেন তারা। বিক্ষোভকারীরা এদিন শিক্ষা দপ্তরের গেট বন্ধ করে স্লোগান দিতে থাকে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয়। যদিও এই নিয়ে কোনো সদুত্তর কিংবা নিশ্চয়তা প্রদান করতে দেখা যায়নি দপ্তরের আধিকারিক দের। সুতরাং কবে নাগাদ এই দীর্ঘজীবী ছাত্র সমস্যার সমাধান দেন রাজ্য সরকার সেদিকেই তাকিয়ে আছেন সংগঠন ও রাজ্যের আপামর জনজাতি শিক্ষার্থীরা।