জনজাতি ছাত্রদের স্কলারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট

পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ নিয়ে বেশ কিছু সময় যাবত রাজ্যের জনজাতি ছাত্র ছাত্রীদের দাবী দাওয়া ও বিক্ষোভ চলছিল। জনজাতি কল্যাণ দপ্তরের কাছে ডেপুটেশান ও ধর্না দিতেও দেখা গেছে স্কলারশিপ প্রাপকদের।
অতপর এই নিয়ে এক সাংবাদিক বৈঠক করে স্পষ্ট তথ্য প্রকাশ করলেন জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে। আজ এক বৈঠকের মধ্যে দিয়ে তিনি জানিয়েছেন প্রতি বছরেই দেখা যায় বিভিন্ন কারণ বশত স্কলারশিপের এপ্লিকেশান জমার সময় সীমা ক্রমান্বয়ে পরিবর্তন করা হয়ে থাকে কিংবা বর্ধিত হয়ে থাকে। যার ফলে শিক্ষার্থীদের প্রাপ্য স্কলারশিপের অর্থ রাশি তাদের হাতে পৌঁছে যেতে অনেকটা সময় লাগে। তাই এ বছর ২০২৪-২৫ এর স্কলারশিপের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১শে অক্টোবর ২০২৪ । শিক্ষার্থীরা যেন জরুরী নথি পত্র সহ উক্ত তারিখের মধ্যে আবেদন জমা করেন সেই আর্জি রাখেন এদিন সচিব। এছাড়া তিনি নিশ্চিত করেন যদি সমস্ত ডক্যুম্যান্ট সঠিক থাকে তবে ছাত্রেরা অবশ্যই তাদের স্কলারশিপ পাবে। কিঞ্চিৎ মাত্র ভুল ও তাদের স্কলারশিপ বাতিলের কারণ হতে পারে। তাই এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে ও বলেন তিনি।
দেখা যায় অনেক সময় ছাত্র দের অভিযোগ থাকে যে সমস্ত নথি জমা দেবার পরেও তাদের স্কলারশিপ আসেনি। এক্ষেত্রে অবশ্যই তাদের লক্ষ্য রাখতে হবে যে তারা নথি পত্রে যে ব্যাংক এর একাউন্ট নম্বর জমা করেছেন সেই ব্যাংক এর সাথে আঁধার কার্ড লিঙ্ক করানো আছে কিনা। যদি কোনো কারণে কোনো ছাত্রের ব্যাংক একাউন্ট এর সাথে আঁধার নম্বর লিঙ্ক না থাকে তবেও তার স্কলারশিপ বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাকি সমস্ত নথি জমা দিলেও কাজের কাজ কিছুই হবে না। তাই খুব শীঘ্রই সমস্ত কিছু ঠিক ঠাক করে আগামী ৩১ তারিখের মধ্যেই সমস্ত কাগজ পত্র অনলাইন পোর্টালে গিয়ে জমা দেওয়ার কথা জানান তিনি।
এনএসপি পোর্টালের মধ্যে গিয়ে ছাত্র ছাত্রীরা এই ফর্ম ফিল আপ করতে পারবে। ৩১ তারিখের পর আর এই সুযোগ দেওয়া হবে না কিংবা আবেদন জমার তারিখ বর্ধিত করা হবে না।

Leave A Reply