Whatsapp to get the blue tick

ফেসবুক সমেত অন্যান্য যে কোনো সামাজিক মাধ্যম এপ গুলিতে নিজের একাউন্ট টিকে ভেরিফাই করার পর একটি টিক অর্থাৎ ব্যাজ পেয়ে থাকেন ইউজারেরা। প্রতিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেই সেটি সাধারণত নীল রঙ্গের হলেও এতদিন যাবত হুয়াটসাপের ভেরিফিকেশান ব্যাজ টি ছিল সবুজ সঙ্গের।
ইউজারদের কাছে বেশ আকর্ষণীয় হলেও বর্তমানে হুয়াটসাপের মাদার কোম্পানি মেটা ঠিক করেছে যে একেও নীল করে দেওয়া হবে। কেন এই পরিকল্পনা, জানাবো বিস্তারিত।
বিভিন্ন ব্যবসায়িক প্রতিস্থানের সত্যতা এবং যথার্থতা নিশ্চিত করতে এধরণের ভেরিফিকেশান গুলি করা হয়ে থাকে এবং একটি রাইট টিক মার্ক দেওয়া হয়ে থাকে। যাতে করে অন্যান্য ইউজাররা সহজে ঐ সমস্ত একাউন্ট গুলিকে খুঁজে বেড় করতে পারে বা চিহ্নিত করতে পারে। WABetaInfo- এর সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে , Android 2.23.20.18 আপডেটের জন্যে হুয়াটসাপ বিটা দিয়ে এটিকে একটি ভিন্ন টিক সহ প্রতিস্থাপনের পরিকল্পনা চলছে।
চেক জায়ান্ট সমস্ত মেটা প্ল্যাটফর্ম জোরে যাচাইকরণের ব্যাজগুলিকে সামঞ্জস্য পূর্ণ করতে চায়। অর্থাৎ সব ক্ষেত্রে একই রকমের যেন চেকমার্ক হয় সেটা সুনিশ্চিত করতে চায়। বর্তমানে এটি পরীক্ষা মূলক ভাবে সর্বত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিছু সংখ্যক বিটা ব্যবহারকারীরা এটি দেখতে পেতে পারেন।
হুয়াটসাপের আইকন কে মেটার ব্র্যান্ডিং এর সাথে সারিবদ্ধ এবং যাচাই করন ব্যাজ টি নীল করার ক্ষেত্রে ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে টিপস্টারের স্ক্রিনশট সুত্রে খবর।

Leave A Reply