Udaipur Mahila congress relly
মন্দির নগরী তে মহিলা কংগ্রেসের বিক্ষোভ, নারী দের নিরাপত্তা প্রদানের দাবী
অবিলম্বে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল কার্যকর করা, ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, খুন ও নির্যাতনের প্রতিবাদে এবার উদয়পুর ও বিলোনিয়া জেলা মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে উদয়পুরে এক মিছিল এর আয়োজন করা হল। উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী শর্বাণী চক্রবর্তী সহ অন্যান্যরা । মঙ্গলবার দুপুরে মিছিলটি জেলা কংগ্রেস ভবন থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে। তবে উল্লেখ যোগ্য বিষয় হল , উদয়পুরের বুকে আয়োজিত এই মিছিলে এদিন চোখে পড়লো না নজর কাড়ার মতো মহিলা কংগ্রেসি। এক সময় রাধা কিশোর পুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসি দের আলাদাই রাজত্ব ছিল। সেই কেন্দ্রে ২০১৮ তে ছন্দ পতন ঘটে বিজেপি বিধায়ক প্রনজিত সিঙ্ঘের হাত ধরে। তার পর ২০২৩ এ ও বামেদের সাথে সখ্যতা করে ভোটে জেতা সম্ভব হল না। তখন থেকেই রীতিমতো ভীত নড়বড়ে কংগ্রেসের। এর পর থেকে রাধা কিশোর পুর এর বিভিন্ন এলাকায় জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা পুনরায় ভীত শক্ত করার জন্যে। কিন্তু তাতে খুব একটা ফল হচ্ছে বলে নজরে আসছে না। মঙ্গল বারে আয়োজিত মহিলা কংগ্রেসের মিছিলে ও তেমন সমাগম চোখে পড়েনি। যদিও রমজান মাস চলছে, জনসমাগম না হওয়ার এটাও একটা উল্লেখযোগ্য কারণ। যেমন টা কিছুদিন পূর্বে আগরতলায় আয়োজিত জন সমাবেশে ও চোখে পড়েছে। তবে এদিন এর মিছিল থেকে রাজ্য ব্যাপী নারী দের উপর হয়ে চলা নির্যাতন , নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলেন মহিলা কংগ্রেসিরা। এই নিয়ে সভানেত্রী শর্বাণী চক্রবর্তী আরও বলেন এই রাজ্যে নারী রা প্রত্যেক দিন নানাভাবে নিপীড়নের শিকার হচ্ছে। নারী কে কিভাবে কোণঠাসা করে রাখা যায় তার জন্যে সংসদে বিভিন্ন সময় নারী বিরোধী বিল আনা হচ্ছে। এর বিরোধিতা করেন আজ তিনি। ততসঙ্গে রাজ্যে নারীদের জন্যে ৩৩% মহিলা সংরক্ষনের বিল কে কার্যকরী করতে হবে বলেও দাবী তুলেন তারা।