Allu Arjun bail granted
গোটা এক রাত কাটাতে হল জেলে , দক্ষিনী তারকা আল্লু অর্জুন এর “পুস্পা “ মেজাজ অনেকটাই গেল পাল্টে
সাদা হুডি আর কালো প্যান্ট পরা , দক্ষিনী তারকা আল্লু অর্জুন জামিনে ছাড়া পেলেন আজ। জেল থেকে বেরুতেই বাইরে উপচে পড়লো অনুগামী দের ভিড়। সাংবাদিক দের ক্যামেরার মুখোমুখি হয়ে “পুস্পা” র বার্তা ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে উনিও মর্মাহত। মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তদন্তে সব রকমের সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন।
৪ঠা ডিসেম্বর “পুস্পা ২” রিলিজ এর ঠিক একদিন আগে প্রিমিয়ার শো তে হায়দ্রাবাদে যান আল্লু অর্জুন। সেখানে উনাকে এক নজর দেখতে হাজার হাজার মানুষের ভিড় জমে। সেখানেই পদদলিত হয়ে প্রাণ হারান ৩৯ বছর বয়সী এক মহিলা অনুগামী। আহত হন উনার ছেলে ও । ৯ বছরের শিশু টি চিকিৎসাধীন অবস্থায় এখনো। তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন তারকা। অন্যদিকে মৃতার পরিবার কে ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা ও বলেছিলেন তিনি।
কিন্তু এই মর্মান্তিক ঘটনার পর পরই মৃতার স্বামী আল্লু অর্জুনের নামে মামলা দায়ের করেন। শুধু অর্জুন নন, দায়ের করা মামলায় নাম ছিল প্রযোজক ও শো অরগানাইজারদের ও । অতঃপর গতকাল আল্লু অর্জুন কে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যের পরেই উনার জামিন এর ব্যবস্থা হয় কিন্তু তবুও এক রাত কাটাতে হয় জেলে। আজ সকালে জামিনে মুক্তি পান তিনি।
বাইরে বেরুতেই পুস্পা ভাব দেখা গেল না অর্জুন এর মুখে। সেই তেজ নেই। নেই সেই “ঝুঁকেগাঁ ন্যাহি” মনোভাব । অবশেষে কারোর কাছে না ঝোঁকা পুস্পা কে ঝুকতে হল পুলিশের সামনেই।