Kharchi Puja 2024

উত্তর পূর্ব ভারতের অন্যতম উৎসবের মধ্যে একটি হচ্ছে খারচি পুজো। বিশেষ করে ত্রিপুরা , আসাম এবং মিজোরামে এই উৎসব সর্বাধিক চর্চিত। জাতি এবং জনজাতিদের মিশ্র উৎসব এটি। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের পুরাতন আগরতলা স্থিত ১৪ দেবতার মন্দিরে এই পুজো অনুষ্ঠিত হয়। এই পুজো তে মোট ১৪ জন দেব দেবী পূজিত হয়ে থাকেন। যারা তাদের পুজো করেন সেই পুরোহিত গন কে বলা হয় ‘চন্তাই’। উৎসব টি মূলত রাজ্যের তিপ্রাসাদেরই উৎসব বলা যায়।
রাজন্য আমলে রাজপরিবারের কূল দেবতা ছিলেন এই ১৪ দেবতা। তৎকালীন সময় থেকে এই পুজোর রীতি চলে আসছে। প্রত্যেক বছরেই মহা সমারোহে এই পুজো অনুষ্ঠিত হয় এবং চলে টানা ৭ দিন ব্যাপি। লোক সমাগমে চারিদিকে উৎসবের আমেজ ছড়িয়ে পরে।
প্রতি বছরের মতোই এবারো পুরাতন আগরতলা তথা খয়েরপুর চৌদ্দ দেবতা মন্দিরে আয়োজিত হতে চলেছে খারচি পুজো। আর সেই উপলক্ষে এখন থেকেই মন্দির প্রাঙ্গন কে সাজিয়ে তোলার প্রস্তুতি তুঙ্গে। চলতি মাসের ১৪ তারিখ অর্থাৎ আগামী রবিবার থেকে শুরু হচ্ছে খারচি পূজা যা চলবে টানা ৭ দিন। পুজো প্রাঙ্গনে এবারেও আয়োজিত হবে বিশাল মেলা। আর এই সমস্ত আয়োজন নিয়ে বিস্তারিত জানিয়েছেন আজ খয়েরপুর ব্লক চেয়ারম্যান বিশ্বজিত শীল। প্রতিবারের মতোই এবারেও একই কায়দায় আয়োজন হলেও কিছু কিছু বিষয়ে জোর দেওয়া হয়েছে মন্দির কমিটি ও প্রশাসনের তরফ থেকে।
খারচি মেলা বাবদ এবার সরকারি ভাবে ২৬ টি স্টল এবং দোকান ভিটে বাবদ আনুমানিক ৮০০ দোকান বসতে পারে। এছাড়া দর্শনার্থীদের দীর্ঘক্ষণ পুজো দিতে গিয়ে লাইনে দাড়াতে হয়। তখন তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন সেজন্যে তাৎক্ষণিক ব্যাবস্থা নিতে হ্যালথ ক্যাম্প এবং এম্ব্যুলেন্স এর ব্যবস্থা থাকবে। অটো গাড়ি রিজার্ভ সিস্টেম তুলে দেওয়া হবে এবং বেশি ভাড়া নেওয়া যাবে না। এই নিয়ে গাড়ি চালকদের ডেকে আলাদা ভাবে একটি মিটিং ও করা হবে আজ। দর্শনার্থীদের যেন মন্দিরে আগমন কিংবা পূজার্চনা দিতে গিয়ে কোনোরূপ সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী কিছুদিন বাদেই উল্টো রথ। এর পরেই খারচি পুজো শুরু। হই হই করে আবারো ৭ দিন ব্যাপি জমজমাট থাকবে খয়েরপুর চতুর্দশ দেবতার মন্দির প্রাঙ্গন। সেই অপেক্ষাতেই দিন গুনছেন রাজ্য বাসী।

Leave A Reply