খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 9 July 2025 - 02:43 AM
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ০২:৪৩ পূর্বাহ্ণ

Tripura Cpim News : বিদ্যুৎ সংকট ঘিরে কাঠালিয়ায় সিপিআইএম-এর তীব্র প্রতিবাদ!

Tripura Cpim News
1 minute read

Tripura Cpim News : বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা ও লাগাতার জনদুর্ভোগের প্রতিবাদে কাঠালিয়ায় আজ চরম উত্তেজনা সৃষ্টি হয়। সিপিআইএম-এর আহ্বানে ইলেকট্রিক সাব-ডিভিশনাল অফিসের সামনে অনুষ্ঠিত হয় গণধরনা ও ডেপুটেশন কর্মসূচি, যেখানে অংশ নেন কাঠালিয়া, নিদয়া, থলি বাড়ি ও ধনপুর অঞ্চল কমিটির নেতা-কর্মীরা সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

ঘন ঘন লোডশেডিং, স্মার্ট মিটারের বিড়ম্বনা, অনিয়মিত বিলিং ও বিদ্যুৎ দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার স্বর আজ একত্রিত হয়ে পৌঁছে যায় প্রশাসনের কানে। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা কৌশিক চন্দ, আব্দুল করিম ও অন্যান্য অঞ্চল স্তরের নেতৃত্ব। সভাপতিত্ব করেন বিষ্ণু ত্রিপুরা।

দলের পক্ষ থেকে কৌশিক চন্দের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের নিকট আট দফা দাবিপত্র পেশ করে।

এই গণআন্দোলন ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে। স্থানীয় মানুষদের মতে, এমন সংগঠিত প্রতিবাদই পারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এবং জনস্বার্থ রক্ষা করতে। আন্দোলন আগামী দিনে আরও বড় রূপ নিতে পারে বলেও ইঙ্গিত মিলেছে সিপিআইএম নেতাদের বক্তব্যে।

কৌশিক চন্দের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের সঙ্গে দেখা করে একটি আট দফা দাবিপত্র তুলে দেন। সেই দাবিগুলির মধ্যে রয়েছে—

১)অবিলম্বে স্মার্ট মিটার তুলে দিয়ে পিপিইড মিটার চালু করতে হবে।

২)ঘন ঘন লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে হবে।

৩)হুকলাইন বিরোধী অভিযান পুনরায় চালু করতে হবে।

৪)বিদ্যুৎ দপ্তরে পর্যাপ্ত স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে, আউটসোর্সিং ব্যবস্থা অবিলম্বে বন্ধ করতে হবে।

৫)দুর্নীতিগ্রস্ত অফিসার ও কর্মীদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে।

৬)এক মাসে একাধিকবার শাটডাউন বন্ধ করতে হবে।

৭)এডিসি এলাকায় বিদ্যুৎ পরিষেবা উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৮)নিদয়া সাব-স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ অবিলম্বে চালু করতে হবে এবং বিদ্যুৎ বিলিং ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে হবে।

এই আন্দোলন ঘিরে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। সিপিআইএম-এর এই সক্রিয়তা নতুন করে তাদের জনসংযোগকে শক্তিশালী করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই ধরনের সংঘবদ্ধ ও সংগঠিত প্রতিবাদই একমাত্র পথ যা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং বাস্তব পরিবর্তন ঘটাতে পারে।

কাঠালিয়ায় এই গণধরনা নিছক একটি বিক্ষোভ নয়, বরং বিদ্যুৎ পরিষেবা ঘিরে জনজীবনের অচলাবস্থার বিরুদ্ধে এক গণজাগরণের সূচনা বলেই মনে করছেন অনেকে। সামনে বর্ষার মরশুম, সেই আবহে যদি বিদ্যুৎ পরিষেবার উন্নতি না হয়, তবে সাধারণ মানুষের ক্ষোভ আরও বিস্ফোরণ ঘটাতে পারে—এমনটাই বার্তা দিয়ে গেল আজকের আন্দোলন।

For All Latest Updates

ভিডিও