খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 9 July 2025 - 02:11 AM
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ০২:১১ পূর্বাহ্ণ

Tripura ABVP News : শাসকদলের ছাত্র সংগঠনই সরকারের বিরুদ্ধে উগড়ে দিচ্ছে ক্ষোভ, তালা ঝুলাচ্ছে শিক্ষাপ প্রতিষ্ঠানে

Tripura ABVP News
1 minute read

Tripura ABVP News মডেল রাজ্য বিজেপি শাসিত ত্রিপুরা। বিভিন্ন সময় মঞ্চে ময়দানে বলে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষা মন্ত্রির মডেল রাজ্যের মডেল মহকুমা অমরপুর শহরের ঐতিহ্যবাহী স্কুল অমরপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। অবশেষে বৃহস্পতিবার বিদ্যালয়ের গেইটে তালা ঝোলালো সরকারের আনুগত্য ছাত্র সংগঠন এবিভিপি। শিক্ষা দপ্তরের বেহাল পরিনতি কারো কাছে গোপন নয়। কোথাও শিক্ষক স্বল্পতা আবার কোথাও শিক্ষা প্রদানের জন্য উপযুক্ত সামগ্রীর অভাব। সব মিলিয়ে জরতা গ্রস্থ রাজ্যের শিক্ষা পরিকাঠামো। তাই সার্বিক চিত্র পরিদর্শন করে দিকে দিকে আন্দোলন গড়ে উঠছে। তারই ছক ঝলক দেখা গেল এদিন অমরপুরে।


কেন তালা ঝুলালো প্রশ্ন অবশ্যই উঁকিঝুকি দিচ্ছে ?
অভিযোগ নেই উক্ত বিদ্যালয়ে পানীয় জল, নেই ব্ল্যাকবোর্ড। রয়েছে আরও নানান সমস্যা। দীর্ঘদিন যাবত এই সমস্যাদি নিয়ে ধুঁকছে বিদ্যালয় টি কিন্তু হেলদোল নেই দপ্তরের। তাই এদিন বাধ্য হয়ে স্কুলের গেইটে তালা ঝুলালো‌ ছাত্র সংগঠন এবিভিপি। ১০-১৫ মিনিট পর অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ ঘটনার খবর পেয়ে উক্ত স্কুলের সামনে যায়। পুলিশ গেলে আবার তালা খুলেও দেওয়া হয়।


এবার প্রশ্ন হলো কেন তালা ঝোলালো ? আবার কেনই বা তালা খুলে দেওয়া হলো‌ ?
তবে মহকুমা জুড়ে গুঞ্জন বিগত পাঁচ বছরের জন্য এই শিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিলো বর্তমান কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ কে। সকলের সমালোচনার নজরে এসেছিলেন তৎকালীন মন্ত্রী রতন লাল নাথ। উনার হাত ধরেই রাজ্যের শিক্ষা দপ্তরের মোটামুটি ভাবে ডঙ্কা বেজে গেছে বলে অভিযোগ এর ছড়াছড়ি। ঠিক তখনই বর্তমান মন্ত্রীসভা গঠন হয়ে গেলেও কোন ভালো মন্ত্রী বা বিধায়কের হাতে না দিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের দায়িত্ব এখনো পর্যন্ত নিজের হাতে রেখে দিলেন খোদ মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। বিভিন্ন মহল থেকে বারবার দাবি উঠেছে দপ্তরটি কোনো একজন নির্দিষ্ট মন্ত্রীর হাতে সপে দেওয়া হোক । কিন্তু তা করেননি মাননীয় মুখ্যমন্ত্রী। যার ফলাফল এখন ক্রমশঃ বুঝতে পারছেন রাজ্যের সর্ব স্তরের মানুষ। বর্তমানে এই বিদ্যালয় এর সমস্যাদি সমাধানের দাবি জানিয়েছেন এবিভিপি। দেখার বিষয় ডঃ মানিক সাহা যিনি একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তো অন্যদিকে শিক্ষা মন্ত্রী উনি কতটা দ্রুততার সাথে এই সমস্যার সমাধানের জন্য নির্দেশ প্রদান করেন।

For All Latest Updates

ভিডিও