Shah Rukh Khan Mufassa

লায়ন কিং এর সাথে নিজের তুলনা করলেন বলি কিং, অনাথ বলে নিজের জমানো দুঃখ প্রকাশ কিং খানের

বলিউড এর জনপ্রিয় অভিনেতা বললে কম হবে, বলা চলে চলচ্চিত্রের জগতের রাজা শাহ্ রুখ খান। যাকে আবার ভালবেসে সবাই কিং খান ও বলেন। কেউ বা বলেন বাজীগর, কেউ বলেন রোমান্স কিং। ৮০র দশকে দিল্লী থেকে মুম্বাই এ আসেন নিজের ভাগ্য পরীক্ষা করতে। পরিবার কিংবা বংশ সূত্রে কারো হাত ধরে এই রঙ্গিন জগতে পদার্পণ করেননি কিং খান। বরং দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে এই তকমা কুড়িয়েছেন। সাফল্যের অনন্য শিখরে দাঁড়িয়ে আছেন তিনি। সুদূর দুবাই এ ও উনার জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করেন তারা। এতো ভালোবাসা , সাফল্য ও পরিপূর্ণ পরিবার থেকেও কিং খান এর মনে কোথাও না কোথাও রয়ে গেছে কিছু জমানো কষ্ট। আর সেই কষ্ট টা হচ্ছে খুব অল্প বয়সে নিজের মা বাবা কে হারানোর কষ্ট।
চলতি মাসেই মুক্তি পেতে চলেছে “মুফাসাঃ দ্যা লায়ন কিং” ছবি। যার মধ্যে মুফাসার চরিত্রে হিন্দি ডাবিং করেছেন শাহ রুখ। অন্যদিকে প্রাপ্ত বয়স্ক সিম্বার চরিত্রে ভয়েজ দিয়েছেন শাহ রুখ পুত্র আরিয়ান। রোমাঞ্চকর বিষয় এবার ছোট্ট সিম্বার চরিত্রে কণ্ঠ রয়েছে আব্রাহাম এর। যা দর্শকদের কাছে আরও একটু বাড়তি পাওনা। এর আগে দ্যা লায়ন কিং ছবি তেও শাহ রুখ ও আরিয়ান ভয়েজ দিয়েছেন। তখন ও বেশ জনপ্রিয়তা পায় এই ছবিটির হিন্দি ভার্শন।
আগামী ২০শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবি টি। ছবি তে মুফাসা চরিত্র টি একটি সাহসী সিংহের। যে সেই ছোট বেলাতেই হারায় তার বাবা মা কে। কিং খান নিজেকে সেই মুফাসার চরিত্রের সাথেই খাপ খাইয়ে নিয়ে বলেছেন “ আমিও তো অনাথ। “
এছাড়া আজো তিনি নিজেকে বহিরাগত বলে দাবী করেন। কারণ এই সিনেমার জগতে উনি বহিঃরাজ্য থেকে এসেই যোগ দিয়েছিলেন। পরিবার কিংবা অন্য কারো সহযোগিতা নিয়ে তিনি অভিনয়ের জগতে উঁচু শিখরে পৌঁছান নি। তাই এই কথা গুলোর মধ্যে দিয়েও যেন কিং খান বুঝিয়ে দিলেন রাজার মনেও বেদনা থাকে। সব পেয়ে যে রাজা সর্ব শ্রেষ্ঠ বলে সবার কাছে পরিচিত তার জীবনে ও কিছু কষ্ট আর খামতি রয়ে যায়।

Leave A Reply