Malayalam actor Siddique arrested

হেমা কমিশনের চাপে জেরবার ফিল্ম ইন্ডাস্ট্রি , গ্রেফতার মালয়ালম অভিনেতা সিদ্দিক

দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি তে যৌন হেনস্থার অভিযোগ উঠে আসায় এধরণের অভিযোগ ও ঘটনার রাশ টেনে ধরতে তৈরি করা হয়েছিল হেমা কমিশন। আর তাতেই উঠে এসেছিল বহু দক্ষিনী তারকার নাম। যার মধ্যে রয়েছে মালয়ালম অভিনেতা সিদ্দিক এর নাম ও।
এবার সেই হেমা কমিশনের রিপোর্টের জেরেই গ্রেফতার হলেন অভিনেতা সিদ্দিক। চলতি বছরের আগস্ট মাসে দক্ষিনী এক অভিনেত্রী কে যৌন হেনস্থার অভিযোগ উঠে আসে সিদ্দিক এর বিরুদ্ধে। অভিনেত্রীর দাবী ২০১৬ সালে অভিনেতা সিদ্দিক এই কাণ্ড ঘটিয়েছিলেন অভিনেত্রীর সাথে। সরাসরি ধর্ষণের অভিযোগ এনেছিলেন তিনি। তখন অ্যাসোসিয়েশন অফ মালয়ালম মুভি আর্টিস্টস্’-এর সাধারণ সভাপতি ছিলেন সিদ্দিক। এই অভিযোগ এর পরেই পদ থেকে ইস্তফা দেন তিনি। যদিও অভিযোগের ঘটনা অস্বীকার করেন সিদ্দিক এবং একটি চিঠি তে তা উল্লেখ করে কেরল পুলিশের কাছে প্রেরন করেন সেই চিঠি। “সুখমৈরিকাট্টে “ নামক ছবির শুটিং এর সময় নাকি ঐ অভিনেত্রীর সাথে একবার ই দেখা হয় সিদ্দিক এর। তাও আবার তার মা বাবার সামনেই। সুতরাং যে অভিযোগ আনা হয়েছে তার আগা গোঁড়া সমস্তই মিথ্যে বলে দাবী করেছেন সিদ্দিক।
এদিকে আইনি জটিলতা শেষে ২৩৫ পাতার হেমা রিপোর্ট জমা প্রতেই উঠে আসে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির ১০ থেকে ১৫ জন পুরুষের নাম যারা অভিনেতা, পরিচালক ও প্রযোজক পদে রয়েছেন। এদের প্রত্যেকেই অভিনেত্রীদের সাথে যৌন হেনস্থার মতো ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ ছিল। সেই রিপোর্ট এই নাম ছিল সিদ্দিক এর। সম্ভবত ছবি নির্মাণের আগেই অভিনেত্রীরা নানা ভাবে “কাস্টিং কাউচ” এর শিকার হন। যার অডিও, ভিডিও ও হুয়াটসাপ স্ক্রিন শট ও রয়েছে বলে দাবী করেন হেমা কমিটি। তার ভিত্তিতেই হয়তো অভিনেতা সিদ্দিক গ্রেফতার হয়েছেন।

Leave A Reply