Shekh Hasina comeback
ফিরছেন শেখ হাসিনা, লন্ডনের বুকে বিশাল জন সমাবেশে সুনিশ্চিত জাতির উদ্দেশ্যে হাসিনার বার্তা
উত্তপ্ত বাংলাদেশে বিদেশ সচিবের মহা বৈঠক। এর ঠিক এক দিন আগেই লন্ডনের বুকে এক বিশাল জনসমাবেশের আয়োজন করলো আওয়ামী লীগ। আর সেখানেই ভার্চুয়ালী অংশ গ্রহন করতে চলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক যদিও বাংলাদেশের অভিধানেই। কারণ লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল অংশ গ্রহন নিয়ে জারি করা বিজ্ঞপ্তি তে উনার নামের পূর্বে প্রধানমন্ত্রীই জুড়ে দেওয়া হয়েছে। যেহেতু তিনি বাংলাদেশ রাষ্ট্র পতির কাছে সশরীরে পদত্যাগ পত্র জমা করেন নি। সেই অর্থে এখনো উনিই প্রধানমন্ত্রী।
রবিবার দুপুর ২ টায় লন্ডনের মিলানের একটি হলে আয়োজিত জনসমাবেশে ফোন কলের মাধ্যমে জাতির উদ্দেশ্যে বার্তা রাখার কথা রয়েছে হাসিনার।
উল্লেখ্য, বিগত ৫ই আগস্ট ছাত্র আন্দোলনের জেরে গনহত্যার অভিযোগে হাসিনা কে দেশ ছাড়া করে সেখানকার মৌলবাদী সংগঠন গুলো। এর পরেই চলে গনভবনে লুটপাট । ক্ষমতায় বসে ডঃ ইউনুস। অন্তর্বর্তী কালীন সরকারের হাতে বাংলাদেশের দায়িত্ব সোপে দেওয়া মাত্রই সেখানে শুরু হয় চরম পর্যায়ের অরাজকতা। শুধু তাই নয়, বিশেষ ভাবে টার্গেট করা হয় হিন্দু সংখ্যালঘু দের। যেন তেন প্রকারে হিন্দু খেদানোর চেষ্টা চলছে এখনো। এই ৪ মাস যাবত বহুবার হাসিনার গলায় বেশ কিছু অডিও ও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। কিন্তু তার সত্যতা যদিও যাচাই সাপেক্ষ বিষয় ছিল। কিন্তু এই প্রথম প্রকাশ্যে আসছেন তিনি। তার এই ফোন বার্তা গোটা বঙ্গ বাসীর মনে প্রভাব ফেলবে এবং আওয়ামী লীগ কে পুনরায় সুসংগঠিত করতে দাওয়াই এর মতো কাজ করবে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে লন্ডনে উনাকে প্রধানমন্ত্রী বলেই আখ্যা দেওয়া একটা বড় ইঙ্গিত বহন করছে। যা পূর্বেও একাধিক বার খবরে উঠে এসেছে। বাংলাদেশের রাষ্ট্র পতি নিজেও এই কথা জানিয়েছেন এবং হাসিনার প্রধানমন্ত্রী পদে বহাল থাকার কথাও স্বীকার করেছেন। সেই অর্থে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী কালিন সরকারের মেয়াদ কতটা দীর্ঘ স্থায়ী সেটাই প্রশ্ন। আর বাংলাদেশের ভাগ্য ফেরাতে আগামী দিনে আওয়ামী লীগ কেই চাইবে বাংলাদেশ সেটাও সুনিশ্চিত হবে হাসিনার বক্তব্যের প্রভাব কতটা পড়ছে বাংলাদেশ বাসীর মনে তার উপরেই।