Rajya sabha MP Rajib Bhattacharjee
প্রথমবারের মতো রাজ্যসভার অধিবেশনে রাজীব ভট্টাচার্য
রাজ্যসভার সাংসদ নিযুক্ত হয়েছেন রাজীব ভট্টাচার্য। সাংসদ হবার পর এই প্রথম বার রাজ্যসভার শীতকালীন অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন সাংসদ শ্রী ভট্টাচার্য। বৃহস্পতিবার আগরতলা বিমানবন্দর থেকে দিল্লীর উদ্দেশ্যে রউনা হন তিনি।
উল্লেখ্য , আগামী ২৫শে নভেম্বর শুরু হতে যাচ্ছে রাজ্য সভার শীতকালীন অধিবেশন যা চলছে ২০শে ডিসেম্বর অব্দি। লোকসভা ও রাজ্য সভা মিলিয়ে এখন পর্যন্ত সর্ব মোট ১৮ টি বিল জমা পড়েছে। তার মধ্যে ১৩টিই পুরনো জমে থাকা বিষয়। এবারের রাজ্য সভার অধিবেশনে মোদী সরকার আরও ৫ টি নয়া বিল আনতে চলেছেন বলে জাতীয় সংবাদ সূত্রের দাবী।
এদিকে এই শীতকালীন অধিবেশনে অংশগ্রহণ করতে রউনা হয়ে পড়েছেন ত্রিপুরার একটি মাত্র রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার বিমানবন্দরে পৌঁছে সাংবাদিক দের সাথে শেষ বার নিজের বক্তব্য পেশ করলেন। কি কি বিষয় উত্থাপন করবেন সাংসদে সেই নিয়েও জানালেন। মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন , উত্তর পূর্ব ভারত ও ত্রিপুরা কে ঢেলে সাঁজাতে অঙ্গীকার বদ্ধ হয়েছে দেশের মোদী সরকার। না চাইতেই অনেক কিছু দিয়েছেন এই রাজ্য কে। তবে এখানে একটি এইমস হাসপাতাল নির্মাণের দাবী জানিয়ে যে পি নাড্ডা জি কে চিঠি দিয়েছিলেন সাংসদ । সেই বিষয় টি পুনরায় সংসদে উত্থাপন করবেন তিনি বলে জানান এদিন। এছাড়া ও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে । তবে তা এখুনি স্পষ্ট ভাবে উন্মোচিত করেননি।