Tripura Agartala News : ১১ বছরের এক নিষ্পাপ শিশুর উপর ঘটে যাওয়া নৃশংসতা আজ নাড়া দিয়েছে গোটা সমাজকে। সৎ বাবার পৈশাচিক লালসার শিকার হতে হয়েছে তাকে। আর যখন সেই শিশু পাশে চেয়েছিল মাকে— তখন মা-ই পাশে দাঁড়ালো সেই পৈশাচিক বাবার ! দক্ষিণ রামনগরের সেই বিভীষিকাময় ঘটনার বিচার শেষ হলো আজ, দীর্ঘ দিনের আইনি লড়াইয়ের পর।
ঘটনাটি ঘটে ২০২৩ সালের আগস্ট মাসে। দক্ষিণ রামনগরের বাসিন্দা অর্ঘ্য বর্ধন সরকার, তার ১১ বছরের সৎ মেয়ের উপর শ্লীলতাহানির মতো ঘৃণ্য অপরাধ করেন। ঘটনা জানাজানি হতেই, মেয়েটির মা অভিযুক্তের পক্ষ নিয়ে তারা দুজন সেখান থেকে পালিয়ে যান।
যেখানে একজন মা হয়ে দাঁড়ানো উচিত ছিল নিজের সন্তানের পাশে, সেখানে তিনি বেছে নেন পলায়ন। কিন্তু এই পরিস্থিতিতে যিনি দাঁড়িয়েছেন সাহসিকতার সাথে, তিনি হলেন মেয়েটির বড় বোন।
মেয়েটির বড় বোন থানায় অভিযোগ দায়ের করেন। এরপরে শুরু হয় পুলিশি তদন্ত ও মামলার আইনি প্রক্রিয়া। দীর্ঘ শুনানির পর, যেখানে ১৯ জন সাক্ষী আদালতে নিজেদের বক্তব্য পেশ করেন, আজ আদালত ঘোষণা করে তার রায়।
জেলা ও দায়রা আদালত আজ রায় দেয় — অর্ঘ্য বর্ধন সরকার দোষী। তার শাস্তি — ২০ বছরের কঠোর কারাদণ্ড।
এই রায় শুধুমাত্র একজন শিশুর ন্যায়বিচার নয়, এটা সমাজের প্রতি এক কড়া বার্তা।
ভারতে প্রতিদিন গড়ে ১০০-এর বেশি শিশু যৌন নির্যাতনের শিকার হয়। তাদের অধিকাংশ ক্ষেত্রেই অপরাধী পরিবারের মধ্য থেকেই আসে।
এই মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন আইনজীবী অস্মিতা বণিক… তিনি সম্পূর্ন বিস্তারিত তুলে ধরেন এই ঘটনার ।