Nantu Saha Suicidal attempt
বিশালগড় মধ্য বাজারের এক স্বনামধন্য ব্যবসায়ীর আত্ম হননের ঘটনায় চাঞ্চল্য ছরিয়েছে গোটা এলাকা জুড়ে। আত্মঘাতীর নাম নান্টু চন্দ্র সাহা। বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া এলাকায়।
ঘটনা বিবরনে জানাযায় বুধবার সকালে বিশালগড় জাঙ্গালিয়ায় নিজ বাড়িতে সেভ করার ক্ষুর দিয়ে নিজ গলায় আঘাত করে আত্মঘাতী হন তিনি। উল্লেখ্য বিশালগড় মধ্য বাজারে ব্যবসায়িক নান্টু চন্দ্র সাহার ”উপহার ভ্যারাইটিজ” নামক দোকান রয়েছে । বিশালগড় বাজারে বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলের পাশেই সেই দোকানটি। হঠাৎ কি কারণে এই ঘটনা ঘতিয়েছেন তিনি তা জানা যায়নি। পরবর্তী সময়ে বাড়ির লোকেরা উক্ত ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি নান্টু চন্দ্র সাহাকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহাকুমা হাসপাতালে। মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নান্টু চন্দ্র সাহার অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা হাঁপানিয়া হাসপাতালে রেফার করেন। হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে নান্টু চন্দ্র সাহা। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কি কারণে এই আত্ম হননের ঘটনা ঘটালেন তিনি তা এখনো জানা যায়নি।
দীর্ঘ বহু বছর ধরে বিশালগড় মধ্য বাজারে সুনামের সাথে ব্যবসা করে আসছিলেন নান্টু সাহা এবং উনার আরও দুই ভাই। তিন ভাই মিলেই পরিচালনা করলেন দোকানটি। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর এহেন কর্মকাণ্ডে স্তম্ভিত গোটা ব্যবসায়িক মহল।