Melaghar DYFI Campaign : ত্রিপুরা রাজ্যের যুব সমাজকে সংগঠিত করে কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার দাবিতে আন্দোলনকে আরও জোরদার করতে বুধবার DYFI (ডিওয়াইএফআই)-র মেলাঘর পশ্চিম অঞ্চল অন্তর্গত ইন্দিরানগর ইউনিটে দিনভর সদস্যপদ সংগ্রহ অভিযান পরিচালিত হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কর্মী ও নেতারা বাড়ি বাড়ি গিয়ে যুব সমাজের সঙ্গে কথা বলেন, সংগঠনের কর্মসূচি ও লক্ষ্য সম্পর্কে জানান এবং তাদের সদস্যপদ গ্রহণে উৎসাহিত করেন। এদিন প্রায় ২০০ জন বেকার যুবক ও যুবতী DYFI-র সদস্যপদ গ্রহণ করেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষিত যুব সমাজ ক্রমাগত অবহেলিত হচ্ছে। বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সংকট, দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, এবং মজুরি বৈষম্যের মতো সমস্যার বিরুদ্ধে DYFI রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তুলছে। এই আন্দোলনের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করতেই সদস্য সংগ্রহ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইন্দিরানগরে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI-র বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা। এছাড়াও অভিযানে অংশ নেন পশ্চিম অঞ্চল সম্পাদক ভোলা ভৌমিক, সভাপতি মনির হোসেন, যুব নেতা মন্নান মিয়া, রফিক মিয়া, হোসেন মিয়া এবং ছাত্রনেতা মোঃ রাসেল সহ সংগঠনের অন্যান্য কর্মী ও সমর্থকেরা।
সংগঠনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও রাজ্যের অন্যান্য অঞ্চলেও এমন সদস্যপদ সংগ্রহ অভিযান চালিয়ে যুবসমাজকে আরও বেশি করে সংগঠনের সঙ্গে যুক্ত করা হবে। সমাজের প্রতিটি স্তরের যুবক-যুবতীকে তাদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
DYFI বিশ্বাস করে, যুবসমাজই পারে সমাজকে বদলাতে, তাই সংগঠন তাদের পাশে থেকেছে, থাকবেও—এই বার্তাই পৌঁছে দেওয়া হয়েছে এই অভিযানের মাধ্যমে।