Khowai electricity low voltage
রাজ্যের বিদ্যুৎ দপ্তর তো এমনিই অনির্দিষ্টকালের জন্যে ভ্রমনে গেছে। তাই এই দপ্তর থেকে খুব একটা ভালো কিছু আশা করা ও যায়না। এতদিন যাবত বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ উঠে আসছিল রাজ্যের বিভিন্ন অংশ থেকে। এবার নতুন সমস্যা হচ্ছে বিদ্যুৎ ভোল্টেজ নিয়ে। যা বিদ্যুৎ বিভ্রাটের চাইতেও মারাত্মক। লো ভোল্টেজ এর কারণে বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হবার পালা। লাইট, ফ্যান কিংবা ফ্রিজ – সব কিছুই প্রায় বন্ধ করে রাখার পর্যায়ে। চালালেই লো ভোল্টেজ এর আতঙ্ক। বলা যায় বিদ্যুৎ থেকেও না থাকার অবস্থা হয়ে রয়েছে। ঘটনা সামনে এসেছে এবার খোয়াই মহকুমা থেকে।
গত তিন মাস যাবৎ খোয়াই থানাধীন পূর্ব গণকি এলাকায় বিদ্যুতের ভল্টিজের সমস্যা হচ্ছে। এতে করে বিভিন্ন বাড়ি ঘরে ফ্রিজ, টিভি সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়। বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। সমস্যার সমাধান হচ্ছে না। তাই বাধ্য হয়ে শুক্রবার সকালে পূর্ব গনকি এলাকার লোকজন জাম্বুরা বিদ্যাসাগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে। এতে করে আটকে পড়ে রাস্তার দু দিকের যানবাহন। এলাকাবাসীর স্লোগান দিতে থাকে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে অবরোধ চলবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুশান্ত দেবনাথ। পরবর্তীতে ছুটে আসে বিদ্যুৎ দপ্তরের এসডিও নিহার দেববর্মা। সকাল ১০ টা থেকে কাজ শুরু হবে এই আশ্বাসের পর এলাকায় দীর্ঘ দেড় ঘন্টা পর অবরোধ মুক্ত করে এলাকাবাসীরা।
তবে মূল কথা হচ্ছে , যেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের শাসক শিবিরের বড় বড় নেতা বর্গেরা বড়াই করে জাহির করে বেরান যে বিগত ২৫ বছরের বাম শাসনের সাথে সাথে রাজ্যের মানুষের জীবন থেকে লোড শেডিং এর ও অবসান ঘটেছে, লো ভোল্টেজ এর অবসান ঘটেছে সেখানে উল্টো চিত্র । মাননীয় নয়া বিদ্যুৎ মন্ত্রীর বিদ্যুৎ দপ্তরে নজরদারির অভাব ও চূড়ান্ত গাফিলতির দৌলতে রাজ্যের কোণায় কোণায় বৈদ্যুতিক সমস্যা। এমনকি খোদ রাজধানীর মানুষ জনই ভুগছেন বিদ্যুৎ বিভ্রাটে। কারণে অকারণে যখন তখন বিদ্যুৎ চলে যাচ্ছে।
এই যুগে দাঁড়িয়ে যেখানে রাজ্যে বিদ্যুৎ এর উৎপাদন এবং উৎসের কোনো কমতি নেই সেখানে বিদ্যুৎ বিভ্রাট এবং লো ভোল্টেজের মতো শব্দ গুলো সত্যিই হাস্যকর।