Indira Gandhi birth anniversary
প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর জন্ম জয়ন্তী পালিত যথাযোগ্য মর্যাদায়
দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জীর জন্ম জয়ন্তী তে উনাকে শ্রদ্ধা নিবেদন করলেন জাতীয় কংগ্রেস ত্রিপুরা প্রদেশ কমিটি । আজ রাজ্যের প্রতিটি কোণায় কোণায় প্রতিটি জেলা , মহকুমা ও ব্লক স্তরে উনার এই জন্ম দিবস পালিত হয়েছে। তবে এদিনের মূল অনুষ্ঠান টি হয়েছে রাজধানী স্থিত প্রদেশ কংগ্রেস ভবনে। আজ পোস্ট অফিস চৌমুহনী স্থিত প্রদেশ কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীজীর প্রতিকৃতিতে ফুল মাল্য প্রদান করেন উপস্থিত সকলে। এর পর পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। আজকের এই কর্মসূচী টি সম্পাদিত হয় সকাল ৮ টায়। এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন , বিধায়ক গোপাল রায়, আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস, যুব কংগ্রেসের কর্মী বৃন্দ , মহিলা কংগ্রেসের নারী নেত্রী সহ অনেকেই।
এর পর গান্ধী ঘাট স্থিত স্মৃতি সৌধে ফুল অর্পণ শেষে আবারো ফিরে আসেন সবাই কংগ্রেস ভবনের সামনে। আজকের এই কর্মসূচী নিয়ে বিস্তারিত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, সাড়া রাজ্য ব্যাপি আজ এই কর্মসূচী পালিত হয়েছে। প্রতিটি জেলা ও ব্লক অফিসে উনাকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে । তার পাশাপাশি আজ দরিদ্র নারায়ন সেবার ও আয়োজন করা হয়েছে।
এছাড়া ও গত ৩১ শে অক্টোবর থেকে যে সংহতি পদযাত্রার আহ্বান করেছিল প্রদেশ কংগ্রেস , সেই কর্মসূচীর ও আজ শেষ দিন। আজ শেষ বারের মতো সংহতি পদযাত্রায় মিলিত হবেন রাজ্যের বেশ কিছু জায়গার কংগ্রেসীরা।
ইন্দিরা গান্ধী শুধুমাত্র দেশের নয়, তিনি ছিলেন বিশ্ব নেত্রী । উনাকে লৌহ মানবী রুপেও আখ্যায়িত করা হয়েছে। দেশের উন্নতির জন্য নিজের জীবন দান করেছেন ইন্দিরা গান্ধী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হয়ে দিশা দেখিয়েছেন তিনি। সেই দিশাতেই আজো এগিয়ে চলেছে জাতীয় কংগ্রেস।
গত ৩১শে অক্টোবর উনার প্রয়াণ দিবস থেকে বিভেদ ও বিচ্ছিন্নতা বাদের বিরুদ্ধে আওয়াজ তুলে ধর্মের নামে যে বিভেদ সৃষ্টির চক্রান্ত চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার লক্ষ্যে রাজ্যব্যাপি সংহতি পদযাত্রার ডাক দিয়েছিল প্রদেশ কংগ্রেস ত্রিপুরা শাঁখা। সেই সঙ্গে একই যোগে রাজ্য ব্যাপি আবারো সকল কংগ্রেসী দের মধ্যে নতুন করে আশা জাগানো ও তাদের মাঝে উদ্যম ফেরানোর ও এক অনবদ্য প্রয়াস চালিয়েছেন তারা।