খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 9 July 2025 - 03:19 AM
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ০৩:১৯ পূর্বাহ্ণ

BSNL staff attacked : কেবল তার চুরিতে বাঁধা দিতেই চোরের আক্রমনে আহত কেবল কর্মী

BSNL staff attacked 
1 minute read

BSNL staff attacked

কেবল তার চুরিতে বাঁধা দিতেই চোরের

আক্রমনে আহত কেবল কর্মী

চোরের কোনো জাত কিংবা আদর্শ হয় না। এরা যা পায় তাই নিয়ে দৌড়ে পালায়। বড় সড় না। এবার সামান্য একটা কেবলের তার কেটে চুরি করে নিয়ে যাবার চেষ্টা করলো কিছু চোর। আর তা দেখে বাঁধা দিতে এগিয়ে এলেই কেবল কর্মী কে বেধড়ক মারধোর করে উনার মোবাইল ফোন টাই নিয়ে পালালো তারা। ঘটনা ত্রিপুরার খোয়াই জেলাধীন সোনা তলা এলাকায়। জানা যায় , উক্ত এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক এর কিছু কাজ করতে গিয়েছিলেন চন্দন দত্ত নামে বিএসএনএল এটিটি পোস্টে কর্মরত এক ব্যক্তি । উনার বর্তমানেই সেখানে দিনের বেলা আনুমানিক সকাল সাড়ে ১০ টা নাগাদ দু তিন জন যুবক আসে বাইকে করে এবং কেবলের তার কেটে নিয়ে পালানোর চেষ্টা করে।
এই অবস্থা পরিলক্ষিত করতে পেরেই চন্দন বাবু উনার মোবাইল ফোন টি বেড় করে ভিডিও করতে থাকেন এবং তাতেই ক্ষেপে উঠে চোরেরা। সাথে সাথে উনাকে ধাক্কা মেড়ে মোবাইল ফোন টি ছিনিয়ে নিয়ে উনাকে মাটিতে ফেলে বেধরক মারধোর করে পালিয়ে যায় চোরেরা। মুহূর্তের মধ্যেই স্থানীয় লোকজন জড়ো হন এবং গোটা ঘটনা সাংবাদিক দের জানান চন্দন বাবু।
বলা চলে এদিন ভাগ্যের জোরে ঐ দুষ্কৃতী বা চোর চক্রের প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পান চন্দন দত্ত। কিন্তু দিনের বেলায় এভাবে কেবল তার কেটে নিতে এসে চোরের হাতে একজন কর্মীর এভাবে আক্রান্ত হবার ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

For All Latest Updates

ভিডিও