GMP & TYF deputation

ম্যালেরিয়া ডায়রিয়া সহ নানা জলবাহিত রোগ আক্রমনের বিরুদ্বে মাঠে নামলো ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ এবং উপজাতি যুব ফেডারেশন সেন্ট্রাল কমিটি। ১৫ মে বুধবার ধলাই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট রোগগুলিকে প্রতিহত করতে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুডেশনে মুখ্য বিষয় ছিল ধলাই জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে সম্প্রতি ম্যালেরিয়া এবং জলবাহিত রোগের আক্রমণ থেকে গিরীবাসিদের রক্ষা করা। সময় উপযোগী স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা। এদিন দুটি সংগঠনের এক প্রতিনিধি দল ধলাই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে এসে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অ্যাপোলো কলই এর হাতে তাদের দাবী সনদ তুলে দেন। এই দাবী সনদে তারা বর্ণিত করেন ধলাই জেলার এডিসি এলাকায় যে সকল গ্রাম রয়েছে সেই গুলিতে সঠিক স্বাস্থ্যপরিসেবা পৌঁছে দেওয়া। ম্যালেরিয়া এবং ডায়রিয়া থেকে প্রত্যন্ত এলাকায় বসবাসকারী জনজাতিদের সুরক্ষা প্রদান করা। সাব সেন্টার গুলিতে প্রয়োজনীয় চিকিৎসক এবং প্রয়োজনীয় ওষুধপত্রের যোগান দেওয়া। প্রতিনিয়ত সাব সেন্টার গুলিকে খোলা রাখা। গিরি বাসীদের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা। প্রত্যন্ত এলাকায় বসবাসকারী প্রত্যেকটি পরিবারকে স্বাস্থ্যসম্মত মশারি প্রদান করা। বিভিন্ন এলাকায় স্বাস্থ্য শিবির করা সহ রোগ আক্রমন থেকে রক্ষা করা ইত্যাদি। এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কলই জিএমপি নেতৃত্বদের দাবি সনদ গ্রহণ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিএমপি কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অমলেন্দু দেববর্মা,বিদ্যুৎ দেববর্মা,ভরত রিয়াং, ধনঞ্জয় ত্রিপুরা,জীবন মোহন ত্রিপুরা সহ অন্যান্য সদস্যগণ। সাক্ষাৎ কারে জিএমপি নেতা অমলেন্দু দেববর্মা বলেন,বর্তমানে রাজ্যের প্রতিটি প্রত্যন্ত এলাকায় জলবাহিত নানা রোগের সাথে ম্যালেরিয়া, ডায়রিয়া মেনিনজাইটিস রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এই অবস্থা জেনেও রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে বিশেষ কোন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না। প্রতি বছর এই সময়ে এই রোগগুলি দেখা দেয়। আগাম সতর্কতা যেখানে নেওয়া দরকার।সেখানে নেওয়া হচ্ছে না। তাই গনমুক্তি পরিষদ এবং টিওয়াইএফ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে ডেপুটেশনে মিলিত হয়ে এ ব্যাপারে অবিলম্বে প্রতিকার চেয়ে দাবি সনদপত্র প্রদান করা হয়। গিরি কন্দরে বসবাসকারীদের রোগ থেকে মুক্তি দিতেই এই ডেপুটেশন বলে তিনি জানান।

সংশোধনাগার থেকে পালালো সাজাপ্রাপ্ত জঙ্গি 
Leave A Reply