Severely injured by electrocution

আগরতলা,১৪ মে,এগারো হাজার কেবির এসটি লাইনের খুঁটি বাসাতে গিয়ে ‌বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে গুরুতর আহত এক শ্রমিক।আহত শ্রমিকের নাম আজির উদ্দিন।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রামে।জানা গেছে,মঙ্গলবার দুপুর আনুমানিক সোয়া বারোটা নাগাদ কদমতলা বিদ্যুৎ দপ্তরের অধীনে পুরাতন এসটি লাইনের সাথে কদমতলা সাবস্টেশন থেকে সরসপুর ভায়া ব্রজেন্দ্রনগর গ্রাম পর্যন্ত নতুন ভাবে এগারো হাজার কেবির একটি এসটি লাইন তৈরীর জন্য লোহার খুঁটি বসানোর কাজ চলছিল।ঠিকাদার লক্ষ্মীকান্ত দাস এই কাজের জন্য এগারো জন শ্রমিক নিয়োগ করেছিলেন।আর কাজ করার সময় অসাবধানতাবশত: নতুন লোহার খুঁটিটি বিদুৎ পরিবাহী চালু তারের সংস্প‌র্শে এ‌সে এই দুর্ঘটনা‌টি ঘ‌টে।এ‌তে সেখানে থাকা আব্দুল রব ও রামকৃষ্ণ দাস নামের দুই শ্রমিক কোন মতে রক্ষা পেলেও আজির উদ্দিন নামের শ্রমিক বিদ্যুতের ছোবলে গুরুতরভাবে আহত হন।তার ডান পা সহ কোমরের একাংশ পুড়ে গেছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।পরবর্তীতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গুরুতরভাবে আহত শ্রমিককে উদ্ধার ক‌রে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা করে তাকে ধর্মনগরস্থিত জেলা হাসপাতালে রেফার করেন।জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত শ্রমিকের শারিরীক অবস্থা অবনতি ঘটতে থাকলে তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।তবে এ ব্যাপারে বিভাগীয় দপ্তরের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।গোটা ঘটনায় কদমতলা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

Leave A Reply