GB geriatric centre

জেরিয়েটিক বিভাগ হচ্ছে এমন চিকিৎসা ক্ষেত্রের এমন একটি অঙ্গ যেখানে প্রবীণ তথা বয়স্কদের চিকিৎসার জন্যে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে। এই বিভাগ টিকে অতিব গুরত্বপূর্ণ বলে স্বীকৃতি দিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই দেশব্যাপী প্রতিটি চিকিৎসা ক্ষেত্র তথা হাসপাতালে এই বিভাগ চালু করা হয়। যথারীতি আমাদের ত্রিপুরা রাজ্যের অন্যতম রেফারেল জিবিপি হাসপাতালে ও এই জেরিয়াটিক বিভাগ চালু হয়েছিল আজ থেকে প্রায় ৪ বছর আগে। যা হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য ২০২০ সালের ১৪ই অক্টোবর এই জেরিয়াটিক বিভাগ টি চালু হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী এই বিভাগের উদ্বোধন করেছিলেন। তখন এই বিভাগে কন্ট্রাক্ট বেসিসে প্রায় ৩০ জনের মতো স্টাফ নার্স নিয়োগ করা হয়। প্রতি ১১ মাস অন্তর অন্তর তাদের কন্ট্রাক্ট রিনিউ ও করানো হতো। চলতি বছরের মার্চ মাসেও তাদের এই কন্ট্রাক্ট রিনিউ করার কথা থাকলেও তা আর করা হয়নি কিংবা দিল্লী থেকে রিনিউ করার মতো কোনো নির্দেশিকা আসেনি। পাশাপাশি যারা এতদিন এই বিভাগে কন্ট্রাক্ট ব্যাসিসে কর্মরত ছিলেন তাদের কেও আর না আসতে বলা হয়েছে। যার ফলে কর্ম হীন হয়ে একেবারে নাজেহাল অবস্থায় পড়েছেন কর্মীরা। তাই এই বিভাগ পুনরায় খুলে দিয়ে তাদের নিয়োগ করার আর্জি জানাচ্ছেন বিভাগের স্টাফ কর্মীরা।
এদিকে তাদের বক্তব্য তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে ডাইরেক্টরের সাথে তারা কথা বললে তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছিল। বলা হয়েছিল নতুন পদ তৈরি করে তাদের সকলকে নিয়োগ করা হবে। কিন্তু তেমন কিছুই হয়নি। এদিকে এধরনের কেন্দ্রীয় প্রকল্পাধীন একটি বিভাগ কিভাবে বন্ধ করে দেওয়া হল , সেটাও একটা বিশাল প্রশ্ন।
বর্তমানে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার কাছে তাদের করজোড়ে বিনতি যেন অতিদ্রুত তাদের কে নিয়োগ করা হয়। আর অবশ্যই উক্ত জেরিয়াটিক বিভাগ টি খুলে দেওয়া হয় যাতে হাসপাতালে আগত বয়স্ক রোগীরা বিভিন্ন সুযোগ সুবিধা সহজে পেতে পারেন।
রাজ্যে এমনিতেই বেকারত্বের চরম সমস্যা। শিক্ষা থেকে স্বাস্থ্য , সর্ব ক্ষেত্রেই শূন্য পদ থাকলেও নিয়োগ নেই। উল্টে শূন্য পদ সংখ্যা কিভাবে হ্রাস করা যায় সেই প্রচেষ্টায় মগ্ন হয়ে রাজ্যব্যাপি সরকারি বিদ্যালয়ে তালা ঝুলাতে ব্যস্ত হয়ে পরেছে সরকার। এদিকে কর্মী হীনতায় ভুগছে রাজ্যের হাসপাতাল গুলিও। এবার এই জেরিয়েটিক বিভাগ বন্ধ করে দেওয়ার ফলে আবারো বিতর্কের মুখে রাজ্যের শাসক বিজেপি সরকার।

Leave A Reply